নয়াদিল্লি: একেই বলে উলাট পুরাণ! এতদিন পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন করত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। এবার থেকে সেই নিয়মে পরিবর্তন আসতে চলেছে। ছাত্র-ছাত্রীরা এবার মার্কস দেবে শিক্ষক-শিক্ষিকাদের। তবে এই নিয়ম খুব সম্ভবত আগে শুরু হবে সরকারি স্কুলগুলোতে। সেই মর্মে কেন্দ্র শিক্ষা দফতরের আধিকারিকদের একটি ফর্ম্যাটও তৈরি করতে বলেছে। সেখানে ছাত্র-ছাত্রীরা ক্লাসে তাদের অভিজ্ঞতার কথা জানাবে এবং তার ভিত্তিতে শিক্ষক-শিক্ষিকাদের নম্বরও দেবে।
এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবে পঞ্চম শ্রেণী বা তার থেকে উঁচু ক্লাসের ছাত্র-ছাত্রীরা। তবে প্রক্রিয়াটা কীভাবে কাজ করবে, সেবিষয় বিস্তারিত তথ্য আগামী কয়েকদিনের মধ্যে সরকারি স্কুলগুলোতে পাঠিয়ে দেওয়া হবে। আগামী কয়েকমাসের মধ্যেই কার্যকর হয়ে যাবে নয়া এই মূল্যায়ন প্রক্রিয়া।
প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীরা ক্লাসে তাদের অভিজ্ঞতার কথাই জানাবে এই প্রক্রিয়ায়। তারা ক্লাস করে কতটা উপকৃত হচ্ছে, অন্য কোনওভাবে পড়ালে ভাল হবে কিনা, সবকিছুই জানতে চাওয়া হবে এই প্রক্রিয়ায়ে। বিশেষ কিছু প্রশ্ন নিয়ে তৈরি হবে নয়া এই ফর্ম্যাটটি। ছাত্র-ছাত্রীরা উত্তর দেবে।
প্রসঙ্গত, সম্প্রতি ভারতে কয়েক লক্ষ সরকারি স্কুল থাকা সত্ত্বেও, বাবা-মায়ের তাঁদের সন্তানদের বেসরকারি স্কুলে পড়াতেই বেশি আগ্রহী। কারণ, তাঁদের কথায় সরকারি স্কুলে পড়ানোর মান ভাল নয়। তাই নয়া এই প্রক্রিয়া শুরুর ভাবনা। এবিষয়ে কেন্দ্রের সঙ্গে সহমত হয়েছে বেশ কিছু রাজ্য, সেখানেই প্রথমে শুরু হবে এই নিয়ম। তারপর অন্যান্য রাজ্যেও চালু হবে এই নিয়ম।
২০১৬ সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকার মান মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্র-ছাত্রীদের। তবে যাঁদের ৭৫ শতাংশ উপস্থিতি ছিল, তাঁরাই এই প্রক্রিয়ায়ে অংশ নিতে পেরেছে।
এবার থেকে সরকারি স্কুলের শিক্ষকদের মূল্যায়ন করবে সেখানকার ছাত্র-ছাত্রীরা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2017 11:26 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -