নয়াদিল্লি: কেন্দ্র যদি সত্যি সত্যিই সংস্কারের সাহসী পথে হেঁটে অর্থনীতিকে নতুন দিশা দেখানোর চেষ্টা করে, তবে তাদের সাহায্য করতে কংগ্রেসের আপত্তি নেই। শনিবার এভাবেই ঘুরপথে কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল কংগ্রেস। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম মন্তব্য করেছেন, ২০১৪-র জুন মাস নাগাদ অর্থনীতি স্থিতিশীল জায়গায় পৌঁছেছিল। তখনই কেন্দ্রীয় সরকারের উচিত ছিল, পরিকাঠামো সংক্রান্ত সাহসী পদক্ষেপ নিয়ে দেশের অর্থনীতিকে একটা দরকারি ধাক্কা দেওয়া। কিন্তু তারা তখন সেটা করেনি। টানা ১০ বছর ক্ষমতায় থেকেও ইউপিএ তা করেনি কেন তার জবাব অবশ্য সতর্কভাবে এড়িয়ে গিয়েছেন চিদম্বরম। তাঁর দাবি, লোকসভায় তাঁদের পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সাহসী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি।

অর্থনীতি সংস্কারের দায় মোদী সরকারের ঘাড়ে পুরোপুরি চাপিয়ে চিদম্বরমের মন্তব্য, বর্তমান সরকারের যখন পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তখন তাদের উচিত, সাহস অর্জন করে সংস্কারের সাহসী পদক্ষেপ নেওয়া। তবে এ জন্য অবশ্যই তাদের বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। সরকার যদি সংস্কার নিয়ে আন্তরিক হয়, তবে তাদের সাহায্য করতে কংগ্রেসের আপত্তি নেই।

এত ভাল ভাল কথা বলার পরেও কেন বারবার রাজ্যসভায় জিএসটি আটকে দিচ্ছে কংগ্রেস? চিদম্বরমের দাবি, জিএসটি নিয়ে কংগ্রেসের যে মূল তিন জায়গায় আপত্তি ছিল, সেই আপত্তি মেটাতে সরকার কোনও পদক্ষেপ করেনি। তাঁর কথায়, হয় সরকারকে বিরোধীদের বোঝাতে হবে, তাদের আপত্তি ভিত্তিহীন, নয়তো আপত্তি মেনে নিয়ে সেইমতো বিলে সংশোধন করতে হবে। কিন্তু তেমন কোনও আলোচনার চেষ্টা সরকারপক্ষ করেনি বলেই দাবি করেছেন তিনি।

চিদম্বরমের অভিযোগ, মোদী সরকার দ্বিতীয় বছর পূর্তি করলেও এই ক’দিনে দেশে কোনও কর্মসংস্থান হয়নি, না এসেছে কোনও শিল্প। স্রেফ উন্নয়নের পরিসংখ্যানের হিসেবনিকেশে মানুষের পেট ভরে না বলেও মন্তব্য করেছেন তিনি।