নয়াদিল্লি: যে সকল সংস্থা কৃত্রিম ও অসাধু উপায়ে করোনারি স্টেন্ট-এর জোগানে ঘাটতি তৈরি করার চেষ্টা করছে, তাদের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। এমনটাই হুঁশিয়ারি দিল কেন্দ্র।


গত ১৩ তারিখ এক নির্দেশিকা মারফৎ করোনারি স্টেন্টের দাম এক ধাক্কায় সর্বাধিক ৮৫ শতাংশ কমিয়ে দিয়েছে কেন্দ্র। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী, এখন থেকে বেয়ার মেটাল স্টেন্টের দাম সর্বোচ্চ ৭,২৬০ টাকা এবং ড্রাগ-এলুটিং স্টেন্টের দাম সর্বোচ্চ ২৯,৬০০ টাকা হবে।


খবরে প্রকাশ, এরপরই বিভিন্ন হাসপাতালে স্টেন্টের জোগানে ভাটা পড়ে যায়। অভিযোগ, কিছু সংস্থা অসাধু উপায়ে স্টেন্টের দাম বাড়াতে এই কৃত্রিম চাহিদা তৈরি করছে। কেন্দ্রের কাছে খবর পৌঁছতেই দ্রুত পদক্ষেপ নেয় তারা।


ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (এনপিপিএ), ড্রাগ কন্ট্রোলার জেনারেল ইন্ডিয়া (ডিসিজিআই) এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে নির্দেশ দেওয়া হয়্ছে বাজারে করোনারি স্টেন্টের যথেষ্ট পরিমাণ জোগান যেন থাকে। একইসঙ্গে স্টেন্টের দামের ঊর্ধ্বসীমা যাতে অপরিবর্তিত থাকে, সেই বিষয়েও নজর রাখা হয়।


এদিন, ফার্মা সচিব জয়প্রিয় প্রকাশ জানান, যারা স্টেন্টের কৃত্রিম চাহিদা তৈরি করছে ও দামের ঊর্ধ্বসীমা মানছে না, তাদের ওপর নজর রাখা হচ্ছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তাঁর আশ্বাস, বাজারে স্টেন্টের জোগানে যাতে কখনও না টান পড়ে, তার জন্য যাবতীয় পদক্ষেপ নিতে তৈরি সরকার।