নয়াদিল্লি: এই প্রথমবারের জন্যে কেন্দ্রীয় সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হল, কোনও সাধারণ মানুষের যদি ভারত-পাক সীমান্তে গুলি বিনিময়ে মৃত্যু হয়, তাহলে তাঁর পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে কেন্দ্র। এরআগে এই ক্ষতিপূরণ মূল্য পাওয়া যেত শুধুমাত্র সন্ত্রাস হামলা ও মাওবাদী হামলায় কারও মৃত্যু হলে।
মাওবাদী বা সন্ত্রাসবাদী হামলায় মৃত্যু হলে আগে ক্ষতিপূরণ বাবদ তিন লক্ষ টাকা দেওয়া হত। এখন থেকে সেই অর্থ বাড়িয়ে পাঁচ লক্ষ করা হল। এই সিদ্ধান্তে শুক্রবারই সিলমোহর দেয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। সীমান্তে গুলি বিনিময়ে মৃত্যু হলে, ক্ষতিপূরণ বাবদ পাঁচ লক্ষ টাকা দেওয়ার সিদ্ধান্তেও সেদিনই সবুজ সঙ্কেত দেওয়া হয়। এছাড়াও কোনও বিস্ফোরণ বা গ্রেনেড হামলায় আংশিক আহতদেরও পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে হামলায় আক্রান্তদের পরিবারের সদস্য যারা এই টাকা নেবে, তারা কোনওভাবেই কোনওদিন রাজ্য বা কেন্দ্রীয় সরকারি কোনও সংস্থায় চাকরি করতে পারবে না।
প্রসঙ্গত, প্রতি বছর প্রায় ৫০জন মানুষের মৃত্যু হয় সীমান্তে গোলাগুলি বিনিময়ের সময় বা গ্রেনেড হামলায়।
সীমান্তে গুলি বিনিময়ে মৃত্যু! নিহতের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2016 05:32 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -