নয়াদিল্লি: জাতীয় নাগরিক পঞ্জীর (এনআরসি) চূড়ান্ত তালিকায় নাম না থাকলেই কাউকে বিদেশি বলে ঘোষণা করা হবে না। এনআরসি-তে নাম যুক্ত করার আবেদন জানানোর ব্যবস্থা রাখা হচ্ছে। আজ এমনই আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। আরও জানানো হয়েছে, ৩১ অগাস্ট এনআরসি-র চূড়ান্ত তালিকায় যাঁদের নাম থাকবে না, তাঁদের ফরেনার্স ট্রাইব্যুনালে আবেদন জানানোর সময়সীমা ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হচ্ছে।


গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। এই বৈঠকেই এনআরসি-র বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘১৯৪৬ সালের বিদেশি আইন ১৯৬৪ সালের ফরেনার্স (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী একমাত্র ফরেনার্স ট্রাইব্যুনালই কোনও ব্যক্তিকে বিদেশি হিসেবে ঘোষণা করতে পারে। তাই এনআরসি-তে কারও নাম না থাকলেই তাঁকে বিদেশি বলা যাবে না। এনআরসি-তে যাঁদের নাম থাকবে না, তাঁদের আইনি সহায়তা দেবে রাজ্য সরকার। সবার পক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জানানো সম্ভব না-ও হতে পারে। সে কথা মাথায় রেখে আইন সংশোধন করে আবেদন জানানোর সময় ৬০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এনআরসি-তে যাঁদের নাম থাকবে না, তাঁরা সবাই এর বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগ পাবেন।’