নয়াদিল্লি: গত সপ্তাহে দুটি পৃথক ধর্ষণ মামলায় মোট ২০ বছরের কারাদণ্ড পাওয়ার পর দেশের সব বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জের সুবিধা ভোগকারী মান্যগন্যদের তালিকা থেকে বাদ দেওয়া হল স্বঘোষিত গডম্যান বাবা গুরমিত রাম রহিমকে।


এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে কেন্দ্র। সব আঞ্চলিক ডিরেক্টর ও বিমানবন্দর ডিরেক্টরদের নির্দেশ পালনের বার্তা পাঠানো হয়েছে।

সিবিআই কোর্টের সাজা ঘোষণার পর ১ সেপ্টেম্বর তারিখের একটি চিঠিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়াকে জানিয়েছে, সিরসার ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিমকে বিমানবন্দরে সংরক্ষিত লাউঞ্জ ব্যবহারের অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, বিমানবন্দরে সংরক্ষিত লাউঞ্জে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি অসামরিক বিমান মন্ত্রকের এক্তিয়ারে পড়ে। তবে গুরমিতকে কবে এই সুযোগ দেওয়া হয়েছিল, তা জানা যায়নি।