নয়াদিল্লি: পাঁচ বছরের মধ্যে দেশের সর্বত্র ব্রডগেজ লাইন চালু করতে চাইছে সরকার। আজ লোকসভায় এমনই জানিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। তিনি আরও বলেছেন, সব ট্রেনে বায়ো-টয়লেট চালু করাও সরকারের লক্ষ্য। এছাড়া যাত্রীবাহী ও পণ্যবাহী ট্রেনের জন্য আলাদা লাইন চালু করারও প্রস্তাব রয়েছে। প্রতিদিন অন্তত ১০ কিলোমিটার নতুন রেল লাইন পাতার চেষ্টা চলছে। যাত্রীদের সুরক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এর জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সারা দেশে রক্ষীবিহীন লেভেল ক্রসিং বন্ধ করার চেষ্টাও চলছে।

সংসদে দু দিন ধরে চলা আলোচনার জবাবে রেলমন্ত্রী বলেছেন, গত কয়েক বছরে চিনে রেলে বিনিয়োগ বাড়লেও, ভারতে সড়কের তুলনায় রেলে বিনিয়োগ প্রায় নেই বললেই চলে। আগামী পাঁচ বছরে ৮.৫ লক্ষ টাকা বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে। ভারতীয় রেলকে বিশ্বের অন্যতম সেরা করে তোলার চেষ্টা চলছে।

আজ লোকসভায় ধ্বনিভোটে রেলের অনুমোদন সংক্রান্ত দাবি পাশ হয়ে গিয়েছে। সব ছাঁটাই প্রস্তাবই খারিজ হয়ে গিয়েছে। রেলমন্ত্রী বলেছেন, গত তিন বছরে কেন্দ্রীয় সরকার রেলে সাড়ে তিন লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছে। দেশে এখনও ৩,৬৫০ কিমি মিটারগেজ লাইন রয়েছে। সেগুলিকে ব্রডগেজে পরিণত করা হবে। এ বছরের মধ্যেই উত্তর-পূর্ব ভারতের সব মিটারগেজ লাইনকে ব্রডগেজ করা হবে। সর্বত্র ডাবল লাইন চালু করার উপরেও জোর দিচ্ছে সরকার।

সম্প্রতি একাধিক ট্রেন দুর্ঘটনায় নাশকতার অভিযোগ উঠেছে। রেলমন্ত্রী বলেছেন, এনআইএ এই ঘটনাগুলির তদন্ত করছে। দোষী ব্যক্তিদের কঠোর সাজা দেওয়া হবে।