মাদুরাই: ৫০০, ১০০০ টাকার নোট নিষিদ্ধ করে তুলে নেওয়ার সরকারি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে তা বাতিলের দাবিতে পেশ হয়েছিল জনস্বার্থ পিটিশন। কিন্তু দেশের অর্থ ব্যবস্থা সংক্রান্ত পলিসি-নীতিতে হস্তক্ষেপ করতে পারে না, এই যুক্তিতে সেটি খারিজ করে দিল মাদ্রাজ হাইকোর্ট। নরেন্দ্র মোদী সরকারের বড় অঙ্কের নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত সমর্থন করে হাইকোর্টও বলেছে, দেশের নিরাপত্তা, উন্নয়নের স্বার্থে এটা সঠিক পদক্ষেপ। বড় অঙ্কের নোট দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ পুষ্ট করতে কাজে লাগে। কালো টাকা দেশের অর্থনীতির ক্ষতি করছে, এও বলেছে আদালত।
ইন্ডিয়ান ন্যাশনাল লিগের সাধারণ সম্পাদক এম শিনি আহমদের পিটিশনে সওয়াল করা হয়, আচমকা বড় অঙ্কের নোট বাতিল ও ব্যাঙ্কের লেনদেনে বেশ কিছু বিধিনিষেধ জারি হওয়ার ফলে চূড়ান্ত দুর্ভোগ হচ্ছে সেইসব অসংখ্য মানুষের যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। লোকে খাদ্যপণ্য সহ অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে না, এটিএমগুলিতে ভিড় উপচে পড়ছে, দোকানদাররা বাতিল ঘোষিত নোট নিচ্ছে না। কী করে এটিএম বন্ধ রেখে সরকার লেনদেন বন্ধ করে দিতে পারে, বিস্ময়ের সুরে প্রশ্ন করেন তিনি। বলেন, সরকার সাধারণ মানুষকে দুর্ভোগে না ফেলে নিজের পলিসি প্রয়োগ করুক। মানুষকে বিকল্প বন্দোবস্ত করার সময়টুকু দেওয়া উচিত ছিল সরকারের। ৩১ ডিসেম্বর পর্যন্ত বাতিল ঘোষিত নোট বৈধ রাখার নির্দেশ দেওয়া হোক।
অতিরিক্ত সলিসিটর জেনারেল সওয়াল করেন, দেশ থেকে কালো টাকা নির্মূল করে অর্থনীতি শক্তিশালী করা, দেশকে সন্ত্রাসবাদের হাত থেকে বাঁচাতে সরকারের পলিসির অংশ এটা। আদালতও বলে, সরকারের পদক্ষেপে সাময়িক দুর্ভোগ হয়ত হচ্ছে, কিন্তু তা দেশের ভালর জন্যই। বিভিন্ন অংশের মানুষের সহযোগিতাতেই তা কার্যকর হচ্ছে।
জনস্বার্থ পিটিশন খারিজ, ৫০০ ও ১০০০ টাকার নোট নিষিদ্ধ করা দেশের নিরাপত্তায় সঠিক পদক্ষেপ, বলল মাদ্রাজ হাইকোর্ট
web desk, ABP Ananda
Updated at:
10 Nov 2016 06:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -