বিরোধীরা পেট্রল, ডিজেলকে জিএসটি-তে আনার দাবি করলেও আগ্রহী নন মোদী, অভিযোগ, মানুষও চায় মহাগঠবন্ধন, বললেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
13 Jun 2018 02:44 PM (IST)
মুম্বই: নরেন্দ্র মোদী, বিজেপির বিরুদ্ধে সংবিধান ও দেশের অন্যান্য প্রতিষ্ঠানের ওপর হামলার অভিযোগ তুললেন রাহুল গাঁধী। মোদী, বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের মহাজোটের পক্ষে সওয়াল করে কংগ্রেস সভাপতি বলেন, শুধু বিজেপি-বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, বিজেপি, আরএসএস ও প্রধানমন্ত্রীকে টক্কর দিতে পারার মতো একটা মহাগঠবন্ধন গড়ে উঠুক, এটা মানুষও চাইছেন। তবে কে বিরোধীদের সেই জোটের নেতৃত্ব দেবেন, প্রশ্ন করা হলে জবাব দেননি তিনি।
রাহুল বলেন, প্রধানমন্ত্রী মোদী, বিজেপি সংবিধান, দেশের প্রতিষ্ঠানগুলিকে আক্রমণ করছে। মানুষ জানতে চাইছে, কী করে তা প্রতিহত করা যায়। কংগ্রেস এই বিরোধী কন্ঠস্বরকে একত্রিত করতে চাইছে, সেই প্রক্রিয়াও চলছে।
বিরোধীরা আমজনতার সুরাহায় পেট্রল, ডিজেলকে জিএসটির আওতায় নিয়ে আসার দাবি করলেও মোদী আগ্রহী নন বলে অভিযোগ করেন রাহুল।
২ দিনের মহারাষ্ট্র সফরে আসা রাহুল বলেন, নোট বাতিল করে মুম্বইয়ে হামলা করা হয়েছে। ক্ষুদ্র শিল্প আছে, ছোট ব্যবসায়ীরা আছেন, চামড়া, বস্ত্র শিল্প আছে। তাদের ওপর গব্বর সিংহ ট্যাক্স (জিএসটি) চাপিয়ে হামলা করা হল। গোটা দেশ দুঃখে রয়েছে, ছোট ব্যবসায়ীরা নোট বাতিলে কষ্টে রয়েছেন, ওদের জন্য আমরা লড়ছি।
রাহুল বলেন, ইউপিএ জমানায় অশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১৩০ ডলার থেকে কমে এখন হয়েছে ৭০ ডলার। কিন্তু তার সুফল আমআদমি পায়নি। তাহলে সেই টাকা গেল কোথায়? হাতেগোনা ১৫-২০ জন ধনীর পকেটে? গতকালও মোদী সরকারকে নিশানা করেছিলেন রাহুল। বলেছিলেন, ওরা সমাজে ঘৃণা, বিভাজন ছড়াচ্ছে, কৃষক ও যুবকদের ঠকাচ্ছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -