গ্রেটার নয়ডা: এক মহিলা পুলিশ কর্মী প্রেমে পড়েছিলেন এক গ্যাংস্টারের। শেষপর্যন্ত বিয়েও করেছেন তাঁরা। এমন ঘটনা রূপোলি পর্দার কোনও চিত্রনাট্য নয়, বাস্তবেই তা ঘটেছে বলে খবর। একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত রাহুল থাসরানা এখনও জেলেই রয়েছে। এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২০১৪-র ৮ মে গ্রেফতার করা হয়েছিল তাকে। জানা গেছে, ওই সময় সুরজপুর আদালতে কর্তব্যরত ছিলেন মহিলা কনস্টেবল পায়েল। খুনের মামলায় মাঝেমধ্যেই থারসানাকে আসতে হত আদালতে। আদালত কক্ষেই কিছুক্ষণের জন্য দেখা হত দুজনের। আর সেখান থেকেই ভালো লাগা গড়ে ওঠে পায়েল ও থাসরানার মধ্যে।
অনিল দুজানা গ্যাংয়ে যোগ দিয়ে ২০০৮-এ অপরাধ জগতে এসেছিল থাসরানা। তার কীর্তিকলাপ সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা সত্ত্বেও পায়েল তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন।
সম্প্রতি থাসরানা তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে।আর এরপরই ওই গ্যাংস্টার ও মহিলা পুলিশ কর্মীর মধ্যে এই প্রেম কাহিনী সামনে এসেছে। কোথায় ও কবে এই বিয়ে হয়েছে, তা জানা যায়নি। তবে শোনা গিয়েছে যে, ২০১৭-তে থাসরানা জামিনে ছাড়া পাওয়ার সময় বিয়ে হয়েছিল।
এদিকে এক গ্যাস্টারের সঙ্গে বিয়ে সম্পর্কে কোনও তথ্যই নেই পায়েলের উর্দ্ধতন আধিকারিকদের কাছে। পায়েল গৌতম বুদ্ধ নগর থানায় নিযুক্ত ছিলেন। এসপি (গ্রামীন) রণবিজয় সিং বলেছেন, ওই মহিলা এখন কোথায় নিযুক্ত রয়েছেন, তা জানার চেষ্টা চলছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
জানা গেছে, পায়েলকে কয়েকবার থাসরানার গ্রামে যেতে দেখা গিয়েছিল। তবে এখন পায়েল কোথায় রয়েছেন, সে বিষয়ে কোনও খবর নেই।
গ্যাংস্টারের সঙ্গে প্রেম, পরে বিয়ে মহিলা কনস্টেবলের!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Aug 2019 09:53 PM (IST)
এক মহিলা পুলিশ কর্মী প্রেমে পড়েছিলেন এক গ্যাংস্টারের। শেষপর্যন্ত বিয়েও করেছেন তাঁরা। এমন ঘটনা রূপোলি পর্দার কোনও চিত্রনাট্য নয়, নিখাঁদ বাস্তব। একাধিক অপরাধের মামলায় অভিযুক্ত রাহুল থাসরানা এখনও জেলেই রয়েছে। এক ব্যবসায়ীকে খুনের অভিযোগে ২০১৪-র ৮ মে গ্রেফতার করা হয়েছিল তাকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -