গ্রেটার নয়ডা: গণধর্ষণ, শ্লীলতাহানির মতো ঘটনার জন্যে প্রায় প্রতিদিনই সংবাদ শিরোনামে উত্তরপ্রদেশ। দেশজুড়ে ধর্ষণের প্রতিবাদে ঝড়। পরিবর্তন আনা হচ্ছে আইনে, আরও কঠিন করা হচ্ছে শাস্তি। কিন্তু এর কোনও কিছুর প্রভাবই মানুষের মনে যে সেভাবে পড়েনি, তা আরও একবার প্রমাণ হয়ে গেল। গ্রেটার নয়ডা থেকে সুরাজপুর পর্যন্ত যাওয়ার জন্যে সেক্টর ২৬ থেকে ক্যাব বুক করেন মহিলা। সেখানেই তাঁকে ক্যাবের মধ্যে জোর করে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করল ক্যাব-চালকের বন্ধু। ঘটনায় আটক পাঁচ।
বাস, ট্যাক্সি, অটোতে ধর্ষণ এড়াতে এখন অনেকেই ক্যাব বুক করে নিচ্ছেন। কারণ, সেখানে একটি সংস্থার কাছে চালকের নাম, গাড়ির নম্বর, সবকিছুই নথিভূক্ত করা থাকে। তবে তাতেও ক্যাব চালক, তার বন্ধুদের হাতে ধর্ষণের ঘটনা রুখতে পাচ্ছে না প্রশাসন।
বিসরাখের সার্কেল অফিসার নিশান্ত কুমার জানিয়েছেন, মহিলা যখন ক্যাবে ওঠেন সেসময় সেখানে চালকের পাশে আরও এক ব্যক্তি বসেছিলেন। কিছুক্ষণ বাদে মহিলাকে নরম পানীয় দেন ক্যাব চালক। এরপর রাত সাড়ে আটটা নাগাদ দয়ানগরের কাছে কোনও এলাকায় ক্যাবটি পার্ক করে রেখে চলে যান চালক। চালকের বন্ধু প্রবীণ এবং মহিলা একাধিকবার চালকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও, তাঁকে ফোনে পাননি বলে পুলিশকে জানান ওই মহিলা। এরপর মহিলাকে জোর করে কাছের এক জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে চালকের বন্ধু, অভিযোগ মহিলার।
প্রায় মধ্যরাতে ১০০ ডায়াল করে পুলিশের সাহায্য চান ওই মহিলা। তারপর তাঁকে পুলিশ এসে সেখান থেকে উদ্ধার করে। এরপর স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ঘটনায় পাঁচ জনকে আটক করেছে পুলিশ।
গ্রেটার নয়ডায় মাদক মেশানো নরম পানীয় খাইয়ে ক্যাবের মধ্যে মহিলাকে ধর্ষণ করল চালকের বন্ধু, আটক ৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Apr 2018 12:39 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -