নয়াদিল্লি: ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপির ব্যবহার সর্বজনস্বীকৃত। কিন্তু তার পার্শ্বপ্রতিক্রিয়ায় ভোগেননি, এমন মানুষ পাওয়া কঠিন। কেমোথেরাপিতে সিসপ্লাটিন নামে এমন একটি ওষুধ ব্যবহার হয়, যার ফলে রোগীর কিডনিতে বিষক্রিয়া হয়ে ড্যামেজও হতে পারে।

কিন্তু সেই আশঙ্কার দিন সম্ভবত শেষ। এইমসের বিশেষজ্ঞরা গ্রিন টির মধ্যে এমন একটি যৌগ আবিষ্কার করেছেন, যা সিসপ্লাটিন প্রয়োগের ফলে কিডনিতে যে ক্ষতি হয়েছে, তা কমিয়ে দিতে সক্ষম।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই গবেষণার ফলে এমন একটি নতুন ওষুধ বার হতে পারে, যা কেমোথেরাপির কি়ডনি সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়া রুখে দিতে পারবে।

এইমস জানিয়েছে, গ্রিন টি থেকে তাদের বিশেষজ্ঞরা একটি পলিফেনলিক যৌগ পেয়েছেন, যা কিডনির ওপর সিসপ্লাটিনের প্রতিক্রিয়া কমিয়ে জীবন সংশয় হওয়া থেকে বাঁচাতে পারে রোগীকে। ফলে উপকৃত হবেন কোটি কোটি মানুষ। গবেষণাটি করেছেন এইমসের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক জাগৃতি ভাটিয়া ও তাঁর অধীনে কাজ করা বিশেষজ্ঞরা। ‘ল্যাবরেটরি ইনভেস্টিগেশনস’ জার্নালে প্রকাশিত হয়েছে এ ব্যাপারে।

তাতে বলা হয়েছে, কেমোথেরাপির ফলে ক্যানসার থেকে সেরে ওঠা অন্তত ৩০ শতাংশ রোগীর কিডনি সিসপ্লাটিনের প্রাথমিক প্রয়োগের ফলেই ক্ষতিগ্রস্ত হয়। ক্রমাগত স্যালাইন দেওয়া সহ কয়েকটি উপায়ে আটকানো হয় কিডনি ফেলিওর। কিন্তু এ জন্য নির্দিষ্ট কোনও ওষুধ নেই। কিন্তু এইমস বিশেষজ্ঞদের গবেষণায় গ্রিন টির মধ্যে ইসিজি নামে এমন একটি যৌগ পাওয়া গেছে, যা এই ক্ষতি থেকে কিডনিকে বাঁচাতে সক্ষম। এর ফলে কিডনি প্রদাহ ও সেল ডেথও ঠেকানো সম্ভব।