নয়াদিল্লি: বিজেপি সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে রাজ্যসভায় 'আইনি লুঠ ও পর্বতপ্রমাণ অব্যবস্থা' বলে তোপ দেগেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। তিনি সতর্ক করে দিয়ে বলেছিলেন, এর ফলে দেশের আর্থিক বৃদ্ধির হার (জিডিপি) ২ শতাংশ কমে গিয়েছে। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে জিডিপির হার গত দু বছরের মধ্যে সবচেয়ে কম ৬.১ শতাংশ হয়েছে। এবার ফের দেশের আর্থিক বৃ্দ্ধির হারের অধোগতির জন্য নোট বাতিলের সিদ্ধান্তকেই দায়ী করলেন মনমোহন। এদিন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে চলতি আর্থিক পরিস্থিতি বিশেষ করে, কর্মসংস্থানের বেহাল দশা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, শুধুমাত্র সরকারি ব্যয়ের ওপর ভর করে চলতে হচ্ছে দেশের অর্থনীতিকে।
ওয়ার্কিং কমিটির বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে মনমোহন জিডিপি কমে যাওয়ার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, গত বছরের ৮ নভেম্বর নোট বাতিলই এই অধগতির প্রাথমিক কারণ। তিনি বলেন, আর্থিক কার্যকলাপের প্রকৃত মাপকাঠি গ্রস ভ্যালু অ্যাডিশন (জিভিএ)। উল্লেখ্য, জিভিএ বলতে বোঝায় কোনও অর্থনীতির কোনও ক্ষেত্র বা শিল্পে উত্পাতিত পণ্য ও পরিষেবার পরিমাপ।
মনমোহন বলেছেন, দেখা গিয়েছে যে, জিভিএ দ্রুতহারে পড়েছে।
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন, বেসরকারি লগ্নি ধসে পড়েছে এবং শুধুমাত্র সরকারি ব্যয়ের ইঞ্জিন কোনওরকমে বয়ে নিয়ে চলেছে অর্থনীতিকে। শিল্পে জিভিএ-র বৃদ্ধি ২০১৬-র মার্চের ১০.৭ শতাংশ থেকে কমে ২০১৭-র মার্চে হয়েছে মাত্র ৩.৮ শতাংশ।
তিনি বলেছেন, সবচেয়ে উদ্বেগজনক দিক হল, কর্মসংস্থানের ওপর এর প্রভাব। দেশের তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ এর ফলে চূড়ান্তভাবে কমে গিয়েছে।
মনমোহন বলেছেন, দেশে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় যেখানে সেই নির্মাণ শিল্প সংকুচিত হয়ে পড়েছে। এরফলে লক্ষ লক্ষ কর্মসংস্থানের সুযোগ নষ্ট হয়ে গিয়েছে।
নোট বাতিলের ফলে আর্থিক অধোগতি, কমেছে কর্মসংস্থান, উদ্বেগ মনমোহনের
ABP Ananda, web desk
Updated at:
06 Jun 2017 06:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -