নয়াদিল্লি: তিরুপতি মন্দিরের ঠাকুরের প্রসাদ ও মানত করা চুলকে করছাড় দিল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি কাউন্সিল। অন্ধ্রপ্রদেশ সরকারের অনুরোধে কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে অন্ধ্র সরকার এই প্রস্তাব পেশ করে। তারা বলে, তিরুপতি ট্রাস্ট নামী ধর্মীয় প্রতিষ্ঠান, প্রতিদিন লাখো ভক্ত আসেন সেখানে। তাই তাঁদের সুবিধার্থে এই করছাড় দেওয়া হোক। পাশাপাশি অন্ধ্র সরকার যে ব্যবসার স্বার্থে জিএসটিকে স্বাগত জানিয়েছে, সে প্রসঙ্গও তোলা হয়। এরপরই তিরপতির প্রসাদ ও মানত করা চুলকে করছাড় দেয় কাউন্সিল।
দ্য কনফেডারেশন অফ ইন্ডিয়ান টেক্সটাইলস ইন্ডাস্ট্রি বা সিআইটিআই-ও হাতে তৈরি ও সিন্থেটিক ফাইবারের ওপর বসানো কর ১৮ থেকে কমিয়ে ১২ শতাংশ করার অনুরোধ করেছে। তাদের বক্তব্য, এর ফলে সমস্যায় পড়বেন পাওয়ারলুম, সেলাই ও প্রক্রিয়াকরণ ক্ষেত্রে কর্মরত ছোট ব্যবসায়ীরা। কর না কমালে চিনের ফেব্রিক বাজার ধরে নেবে, পাওয়ারলুম ও ছোট ব্যবসায়ীরা ব্যবসা থেকে হঠে যাবেন। অথচ শুধু এই পাওয়ারলুম ক্ষেত্রেই ৬৫ লক্ষ কর্মী কাজ করেন বলে জানিয়েছে তারা।
৩০ তারিখ মাঝরাতে জিএসটি চালু উপলক্ষ্যে একটি অনুষ্ঠান করতে চলেছে কেন্দ্র। বৃত্তাকার সেন্ট্রাল হল এই সম্ভবত প্রথম ব্যবহার করতে চলেছে তারা। সরকারের আশা, নতুন এই কর ব্যবস্থা ২ ট্রিলিয়ন ডলারের বেশি মূল্যের এই অর্থনীতির ধাঁচাটাই বদলে দেবে।
জিএসটি থেকে ছাড় দেওয়া হল তিরুপতি মন্দিরের ঠাকুরের প্রসাদ ও মানত করা মানুষের চুলকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Jun 2017 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -