নয়াদিল্লি: জিএসটির আওতায় আচার, মোরব্বা, সরষের সসের মতো রান্নাঘরের বেশ কিছু আইটেমের ওপর ধার্য করের হার কমল। আগে এইসব পণ্যের ওপর ১৮ শতাংশ কর বসানোর প্রস্তাব ছিল। ঠিক হয়েছে, ১২ শতাংশ কর বসবে। পাশাপাশি কাজুবাদামের ওপর করের হার ১২ থেকে কমে হচ্ছে ৫ শতাংশ।

মোট ৬৬টি পণ্যের ওপর বসতে চলা করের হার হ্রাস করা হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।
১০০ টাকা পর্যন্ত দামের সিনেমার টিকিটের ওপর করের হার কমছে। ১০০ টাকা ও তার কম দামের সিনেমা টিকিটে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ হারে কর ধার্য হবে। যদিও টিকিটের দাম ১০০ টাকার বেশি হলে ২৮ শতাংশই কর দিতে হবে।

জিএসটি কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে, ৭৫ লক্ষ টাকা পর্যন্ত টার্নওভার যেসব বণিক, নির্মাতা ও হোটেল মালিকদের, তাঁরা একটি কম্পোজিশন স্কিম বেছে নিতে পারবেন, তাঁরা যথাক্রমে কর দেবেন ১, ২ ও ৫ শতাংশ হারে।
বাচ্চাদের আঁকার খাতার ওপর ১২ শতাংশ কর বসানোর প্রস্তাব ছিল।

কাউন্সিল কোনও করই চাপাবে না। কম্পিউটার প্রিন্টারের ওপর ২৮ শতাংশের বদলে ১৮ শতাংশ কর বসবে। ইনস্যুলিন, আগরবাতির ওপর জিএসটি কমে হচ্ছে ৫ শতাংশ। স্কুলব্যাগের ওপর বসবে ১৮ শতাংশ কর। কাজলের ওপর কর বসবে ২৮ শতাংশের পরিবর্তে ১৮ শতাংশ হারে।
কাউন্সিলের পরের বৈঠক হবে ১৮ জুন। সেখানে লটারি, ই-ওয়ে বিলের ওপর কর নিয়ে আলোচনা হবে।

হাইব্রিড গাড়ির ওপর জিএসটি হার খতিয়ে দেখার ব্যাপারে ঠিক হয়েছে যে, এ ব্যাপারে আগেই যে বিস্তারিত একটি পেপার বের করা হয়েছে, তার ওপর রাজ্যগুলির মতামত আলোচনা করেই সিদ্ধান্ত নেবে কমিটি।