নয়াদিল্লি: ২৭টি জিনিসের ওপর জিএসটির ভার কমাল মোদি সরকার। এসি রেস্তোরাঁয় ১৮ শতাংশ জিএসটি নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিগোষ্ঠী। জানালেন অরুণ জেটলি।
সমস্যায় ছোট-বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে আমজনতা। সমালোচনায় সরব বিরোধীরা।  চাপের চক্রব্যূহে পড়ে শেষমেশ, জিএসটিতে নরম মোদী সরকার। ২৭টি জিনিসের ওপর থেকে কমানো হল জিএসটির ভার। এছাড়া, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। বুধবার নয়াদিল্লিতে বৈঠকে বসে জিএসটি কাউন্সিল। সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে--

অঙ্গনওয়াড়িকেন্দ্রে ব্যবহৃত প্যাকেটবন্দি খাদ্যদ্রব্যের জিএসটি ১৮ থেকে কমিয়ে করা হয়েছে ৫ শতাংশ।

প্যাকেবন্দি আমসত্ত্বর জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে ৫ শতাংশ।

ব্র্যান্ডহীন নুনের ওপর জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে করা হল ৫ শতাংশ। পাশাপাশি, ব্র্যান্ডহীন আয়ুর্বেদিক ওষুধের ওপর জিএসটিও কমানো হয়েছে নুনের হারে।

মার্বেল ও গ্রানাইট ছাড়া মেঝেতে ব্যবহারকারী পাথরের জিএসটি হার ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ। একই হারে কমানো হয়েছে স্টেশনারি জিনিসের পরিষেবা কর।

জরির কাজের  জিএসটি ১২ শতাংশ থেকে কমে হয়েছে ৫ শতাংশ।

ডিজেল ইঞ্জিনের যন্ত্রাংশের ওপর জিএসটিও ২৮ শতাংশ থেকে কমিয়ে করা হয়েছে ১৮ শতাংশ।

এসি রেস্তোরাঁয় ১৮ শতাংশ জিএসটি নেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে মন্ত্রিগোষ্ঠী।

২ লক্ষ টাকা পর্যন্ত মূল্যের গয়না কিনলে দিতে হবে না প্যান অথবা আধার কার্ড। আগে ৫০ হাজার টাকা পর্যন্ত এই ছাড় ছিল।

এছাড়া, এবার থেকে প্রত্যেক রফতানিকারীর জন্য হবে ই-ওয়ালেট। আর যাঁদের বার্ষিক ব্যবসার পরিমাণ দেড় কোটি টাকা অথবা তার কম, তাঁদের প্রতি মাসের বদলে তিন মাস অন্তর রিটার্ন ফাইল করলেই হবে।