আমদাবাদ: ১৪ মাসের শিশুর ধর্ষণের ঘটনায় উত্তাল গুজরাত। আমদাবাদ থেকে প্রায় ১০০ কিমি দূরে হিম্মতনগর টাউনের এর এক গ্রামে গত ২৮ সেপ্টেম্বরের শিশুকন্যা ধর্ষণের খবর প্রকাশ্যে আসতেই কাঠগড়ায় তোলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে কর্মসূত্রে বাইরের রাজ্য থেকে আসা লোকজনকে। সেদিনই বিহার থেকে আসা জনৈক রবীন্দ্র সাহুকে গ্রেফতার করে শিশুকন্যা ধর্ষণে অভিযুক্ত করা হয়েছে। সাহু পেশায় শ্রমিক, কাজ করেন স্থানীয় সেরামিক ফ্যাক্টরিতে। বিহার, উত্তরপ্রদেশ থেকে আসা লোকজনের ওপর হোয়াটসঅ্যাপে ঘৃণা ছড়ানো হচ্ছে কোথাও কোথাও। আক্রান্ত হয়েছেন কেউ কেউ। হামলায় জড়িত সন্দেহে প্রায় ১৭০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এই প্রেক্ষিতে গুজরাতের উপ মুখ্যমন্ত্রী নিতিন পটেল জানিয়েছেন, তিনি গুজরাত হাইকোর্টের প্রধান বিচারপতি আর সুভাষ রেড্ডিকে চিঠি লিখে দ্রুত বিচারের আবেদন জানিয়েছেন। সুরাতে এ ধরনেরই দুটি ঘটনায়ও যাতে ফাস্ট ট্রাক আদালত গঠন করে দ্রুত বিচার হয়, সেজন্যও আবেদন করেছেন তিনি। অভিযুক্ত দোষী ঘোষিত হলে যাতে মৃত্যুদণ্ড সহ সম্ভাব্য কঠোরতম সাজা হয় তার, তাও সুনিশ্চিত করতে বলেছেন। তিনি সাংবাদিকদের বলেন, চিঠিতে বলেছি, যাতে এক মাসের মধ্যে বিচার শেষ করা যায়।