রাজকোট: বিধানসভা ভোটে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করার সময় গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তাঁর ৯.০৮ কোটি টাকার সম্পদ থাকার ঘোষণা করেছেন। রাজকোট-পশ্চিম আসন থেকে তিনি মনোনয়ন পেশ করেছেন। রূপানি যে সম্পদের ঘোষণা করেছেন তাতে রয়েছে তাঁর স্ত্রী অঞ্জলীবেনের সম্পত্তিও।
২০১৪-র উপনির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার সময় তিনি স্থাবর ও অস্থাবর মিলিয়ে ৭.২১ কোটি টাকার সম্পদ থাকার ঘোষণা করেছিলেন।
এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নগদ ও গয়না সহ তাঁর অস্থাবর সম্পদের পরিমাণ ৩.৪৫ কোটি টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১.৯৭ কোটি টাকা। রূপানির গয়নার মূল্য ৩.৮৩ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর রয়েছে ১৪.১১ লক্ষ টাকার গয়না। মুখ্যমন্ত্রীর রয়েছে একটি ইনোভা গাড়ি। তাঁর স্ত্রী একটি মারুতি ওয়াগনরআর গাড়ির মালিক। নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামা অনুযায়ী, রূপানি ও তাঁর স্ত্রীর নামে জমি ও বাড়ি সহ ৩.৬৫ কোটি টাকার স্থাবর সম্পত্তি। রূপানির বার্ষিক আয় ১৮.০১ লক্ষ টাকা। তাঁর স্ত্রীর বার্ষিক আয় ৩.৩৭ লক্ষ টাকা।
রূপানির প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ইন্দ্রনীল রাজগুরু এবারের ভোটে দ্বিতীয় ধনীতম প্রার্থী। তাঁর ঘোষিত সম্পদের পরিমাণ ১৪১.২২ কোটি টাকা। এরমধ্যে রয়েছে তাঁর স্ত্রীর সম্পদও।
মনোনয়নে ৯.০৮ কোটি টাকা সম্পত্তি ঘোষণা রূপানির, প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীর ১৪১.২২ কোটি টাকা
ABP Ananda, web desk
Updated at:
21 Nov 2017 07:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -