আমদাবাদ: গোহত্যা ও গোমাংস এক স্থান থেকে আরেক স্থানে পাচার বন্ধে আরও কঠোর আইন চালু করছে গুজরাত সরকার । মুখ্যমন্ত্রী বিজয় রুপানি জুনাগড়ের বান্থালি এলাকায় স্বামী নারায়ণ গুরুকূলে এক অনুষ্ঠানে জানান, নতুন আইনে গো-নিধন ও গোমাংস পাচারে জড়িতদের যাবজ্জীবন কারাবাসের সংস্থান থাকবে। পাচারে ব্যবহৃত যানটিও বাজেয়াপ্ত করা হবে।
মুখ্যমন্ত্রী বলেন, গুজরাতে গোরক্ষায় আইন চালু করতে সুপ্রিম কোর্টে লড়েছি আমরা। ২০১১-য় আইন আনা হয়। এবার সেই আইন আরও কঠোর করতে আগামী সপ্তাহে বিধানসভার চলতি বাজেট অধিবেশনে বিল আসছে।
নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে ১৯৫৪-র গুজরাত পশুপ্রাণী রক্ষা আইনে বদল ঘটিয়ে ২০১১-য় গোহত্যা, গোমাংস নিয়ে আসা, পাঠানো, বিক্রি পুরোপুরি নিষিদ্ধ করা হয়। সেই থেকে গুজরাতে গোহত্যা ও সেই সংক্রান্ত যাবতীয় অপরাধের সাজা হল ৫০ হাজার টাকা জরিমানা ও সাত বছর পর্যন্ত জেল। এবার সেই আইনই বদলাচ্ছে।