নয়াদিল্লি: দেশে সবথেকে পরিষ্কার, পরিচ্ছন্ন রেলওয়ে স্টেশনগুলি গুজরাতে। অপরিচ্ছন্ন, নোংরার দিক থেকে প্রথম বিহার, উত্তরপ্রদেশের স্টেশনগুলি। পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের ফিডব্যাকের ভিত্তিতে একটি সমীক্ষা চালিয়েছিল রেল মন্ত্রক। সেই সমীক্ষার রিপোর্ট পেশ হয়েছে।

দেশের ৪০৭ টি প্রধান জায়গার ১,৩০,০০০ জন ট্রেন-যাত্রীকে নিয়ে এই সমীক্ষা চালানো হয়। স্টেশনের পরিচ্ছন্নতা নিয়ে ৪০ টি ভিন্ন মাপকাঠির ভিত্তিতে প্রশ্ন করা হয় যাত্রীদের। অধিকাংশ রেলস্টেশনে শৌচাগারের অভাব নিয়েই সবথেকে বেশি অভিযোগ করেছেন যাত্রীরা। ডাস্টবিনের অভাব, অপরিচ্ছন্ন প্ল্যাটফর্ম এই সবের সমস্যার ওপর রেটিং করে যাত্রীরা। অগ্রাধিকারের তালিকায় তৃতীয় ধাপে রয়েছে প্ল্যাটফর্মের অপরিচ্ছন্নতার বিষয়টি। অভিযোগ পাওয়া গিয়েছে অধিকাংশ স্টেশনের প্ল্যাটফর্মে মল-মূত্র পড়ে থাকে। মূলত রেলযাত্রীদের নিয়ে সমীক্ষা হলেও কুলি ও ভেন্ডরদের ফিডব্যাকও চাওয়া হয়।

ক্রম অনুযায়ী, দেশের প্রথম ১০ টি সবচেয়ে পরিচ্ছন্ন স্টেশন হল বিস, গাঁধীধাম, ভাস্কো দা গামা, জামনগর, কুম্বকোনম, সুরাত, নাসিক রোড, রাজকোট, সালেম এবং অঙ্কলেশ্বর। এরমধ্যে গাঁধীধাম, জামনগর, সুরাত, রাজকোট, এবং অঙ্কলেশ্বর গুজরাতে।

সবথেকে নোংরা স্টেশনগুলি নির্বাচিত হয়েছে মধুবনী, বালিয়া, ভক্তিয়ারপুর, সাগাউলি, আরা, প্রতাপগড়। সবথেকে অপরিচ্ছন্ন পাঁচটি স্টেশন মধুবনী, ভক্তিয়ারপুর, অনুগ্রাহ নারায়ণ, সাগাউলি, এবং আরা বিহারে।

সমীক্ষার জন্য স্টেশনগুলিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছিল। এ১ ক্যাটাগরিতে(৭৫ টি স্টেশন) ৪০০ যাত্রী, এ ক্যাটাগরিতে (৩৩২ টি স্টেশন) ৩০০ প্যাসেঞ্জারদের ইন্টারভিউ নেওয়া হয়। তার ভিত্তিতেই সমীক্ষা করা হয়। স্টেশনের উন্নয়নের জন্য এধরনের সমীক্ষা চালানোর পরিকল্পনা করেছে রেলমন্ত্রক।