আমদাবাদ: গুজরাতের জামনগরে এক বিয়ের আসরে ঐশ্বর্যের প্রদর্শন। যা দেখে চোখ কপালে উঠে যাওয়াটাই স্বাভাবিক। ছেলের বিয়েতে বাবা বিয়েতে আক্ষরিক অর্থেই নোট- বৃষ্টি করলেন। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বরের বাবা আসলে একজন ব্যবসায়ী।
জামনগরের চেলা গ্রামের জাডেজা পরিবারের বিয়ে রাজকীয়ভাবে হয়। বর ঋষিরাজ জাডেজা কুনড গ্রাম থেকে হেলিকপ্টারে চড়ে কনের গ্রাম চেলায় পৌঁছন।
হেলিপক্টার দেখতে ভিড় করেন স্থানীয়রা। এরইমধ্যে বর হেলিকপ্টার থেকে নেমে বিয়ের আসরে যাওয়ার সময় পরিবার পরিজন ও বন্ধুরা নোট ওড়াতে শুরু করেন। দেদার উড়তে থাকে ১০০, ৫০০ ও ২ হাজার টাকার নোট। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে গ্রামের সরপঞ্চ রাজেন্দ্র ভাট্টি জানিয়েছেন, প্রায় ৩৫ লক্ষ টাকা ওড়ানো হয়।
গুজরাতের জামনগরে বিয়ের আসরে বর এলেন হেলিকপ্টারে, দেদার উড়ল নোট!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2019 10:15 PM (IST)
গুজরাতের জামনগরে এক বিয়ের আসরে ঐশ্বর্যের প্রদর্শন। যা দেখে চোখ কপালে উঠে যাওয়াটাই স্বাভাবিক। ছেলের বিয়েতে বাবা বিয়েতে আক্ষরিক অর্থেই নোট- বৃষ্টি করলেন। বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। বরের বাবা আসলে একজন ব্যবসায়ী।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -