গাঁধীনগর: শিল্পোন্নত রাজ্য হলেও, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে বেশ খানিকটা পিছিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত। এমনই জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘শিল্প, পরিকাঠামো, জ্বালানি ক্ষেত্রে গুজরাত যে পরিমাণ উন্নতি করেছে, স্বাস্থ্য ও শিক্ষাক্ষেত্রে তেমন উন্নতি হয়নি। এই দু’টি ক্ষেত্রে এই রাজ্য পিছিয়ে আছে।’
গুজরাত সরকার অবশ্য এবারের বাজেটে শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছে বলে জানিয়েছেন রাজীব। তিনি বলেছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বৈঠকে বলা হয়েছে, এ বছর স্বাস্থ্যক্ষেত্রে উন্নতির জন্য বিশেষ পরিকল্পনা করা হয়েছে। শিশুদের অপুষ্টি ও মাতৃত্বকালীন মৃত্যুর হারের দিকে জেলাশাসকদের বিশেষ নজর দিতে বলা হয়েছে।
বিজয় আরও জানিয়েছেন, বৈঠকে কান্ডলা ও জামনগরের মধ্যে প্রস্তাবিত উপকূলীয় অর্থনৈতিক অঞ্চল গড়ার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে গুজরাত সরকারকে সাহায্য করবে নীতি আয়োগ।
স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রে পিছিয়ে গুজরাত, জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান
Web Desk, ABP Ananda
Updated at:
18 Mar 2018 07:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -