আহমেদাবাদ: পটেল সম্প্রদায়ের জন্য সংরক্ষণ, কৃষিঋণ মকুব, ১০ টাকায় পুষ্টিকর খাবারের জন্য ইন্দিরা ক্যান্টিন ও মেয়েদের জন্য নিখরচায় পড়াশোনার ব্যবস্থার মতো একাধিক প্রতিশ্রুতি দিয়ে গুজরাতের বিধানসভা নির্বাচনে দলীয় ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস।
উল্লেখ্য, হার্দিক পটেলের নেতৃত্বাধীন পতিদার অনামত আন্দোলন সমিতি (পাস)-এর সঙ্গে নির্বাচনী সমঝোতা অনুসারে বিশেষ ক্যাটাগরির আওতায় পটেলদের জন্য সংরক্ষণ ও অন্যান্য অনগ্রসর শ্রেণী (ওবিসি)-র মতো অন্যান্য সুবিধা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস। এজন্য সংবিধানের ৩১ সি ধারা কথা মাথায় রেখে ৪৬ নম্বর ধারায় পটেলদের সংরক্ষণের জন্য বিধানসভায় যত শীঘ্র সম্ভব বিল আনার কথা বলা হয়েছে।কংগ্রেস জানিয়েছে, অনগ্রসর সম্প্রদায়ের ৪৯ শতাংশ সংরক্ষণের কোনও পরিবর্তন না করেই পটেলদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হবে। ওই বিলে যে সব দুর্বল শ্রেণী সংরক্ষণের সুবিধা পায়নি তাদের ওবিসি-দের মতোই শিক্ষা ও আর্থিক উন্নয়ণের সুযোগ দেওয়া হবে।
গুজরাতে এবারের নির্বাচনে বিজেপিকে হারাতে মরিয়া কংগ্রেস সমাজের বিভিন্ন অংশের সমর্থন আদায়ের জন্য ইস্তাহারে নানা ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল রাজ্যের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের নেতা অশোক গেহলট ও প্রদেশ সভাপতি ভরত সিংহ সোলাঙ্কির সাংবাদিক বৈঠকে এই ইস্তাহার প্রকাশ করা হয়েছে।
কংগ্রেস সরকারি শূন্যপদে নিয়োগ, কাজের আউট সোর্সিংয়ের পাশাপাশি বাঁধা মাইনে ও চুক্তির ভিত্তিক ব্যবস্থা বাতিলের পাশাপাশি সমাজের উঁচু জাতের মধ্যে বঞ্চিতদের শিক্ষা ও আর্থিক উন্নয়ণের জন্য আর্থিক দিক থেকে অনগ্রসর শ্রেণী কমিশন (ইবিসিএস) গঠনেরও প্রতিশ্রুতি দিয়েছে।
কৃষকদের মন জয়ে কৃষি ঋণ মকুবের পাশাপাশি ১৬ ঘন্টা বিদ্যুত্ সরবরাহ, সংশোধিত জমি অধিগ্রহণ আইন বাতিলেরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
মহিলাদের জন্য স্বল্প আয়ের গোষ্ঠীর বাড়ি প্রদান, শিক্ষিত কর্মসংস্থানহীন তরুণদের জন্য ভাতা, পেট্রোল ও ডিজেলের দাম লিটারে ১০ টাকা করে কমানোর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
এছাড়াও ব্যবসার জন্য তরুণদের জায়গা ও স্বল্পসুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণদানের কথাও বলেছে কংগ্রেস।
কেন্দ্রের উজালা গ্যাস সংযোগ যাঁরা পেয়েছেন তাঁদের কেরোসিন দেওয়া হবে বলেও ইস্তাহারে বলা হয়েছে।
সরকারি হাসপাতালে চিকিত্সার জন্য সর্দার পটেল ইউনিভার্সাল হেল্থকেয়ার কার্ড এবং নিখরচায় ওষুধের জন্য রাজীব গাঁধী ফার্মেসি চেন গড়ে তোলার কথাও বলা হয়েছে কংগ্রেসের ইস্তেহারে।
বিদ্যুতের দাম কমানো, শ্রমিকদের ন্যুনতম মজুরি বৃদ্ধিরও প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস।
কৃষিঋণ মকুব, পটেল সংরক্ষণ, মেয়েদের নিখরচায় পড়াশোনার প্রতিশ্রুতি গুজরাতে কংগ্রেসের ইস্তাহারে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Dec 2017 04:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -