গুরমেহর দাবি করেছিলেন, তাঁর বাবা ক্যাপ্টেন মনদীপ সিংহ কার্গিল যুদ্ধে শহিদ হয়েছেন। তাঁর বক্তব্য ছিল, পাকিস্তান নয়, তাঁর বাবা যুদ্ধের শিকার। তিনি চান না, ভারত-পাক যুদ্ধ হোক। কিন্তু তদন্তে দেখা যাচ্ছে, গুরমেহরের বাবা কার্গিল যুদ্ধে প্রাণ হারাননি। যুদ্ধ শেষ হওয়ার পর সে বছরই অগাস্টে পাক জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে তিনি শহিদ হন। তাই তিনি কার্গিলের নাম করলেন কেন, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
টুইটারে গুরমেহর জানিয়েছেন
তবে রামজস কলেজের ঘটনা নিয়ে আন্দোলন কমার কোনও লক্ষণ নেই। গতকাল দিল্লি বিশ্ববিদ্যালয়ে তেরঙা মিছিল করে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। আজ তার জবাবে বেশ কয়েকটি মিছিল করবে বামপন্থী সংগঠনগুলি। দিল্লি বিশ্ববিদ্যালয় ও জেএনইউ-এর ছাত্র-শিক্ষকদের পাশাপাশি আইসা সদস্যরাও মিছিল করবেন। খালসা কলেজ থেকে তাঁদের মিছিল যাবে কলা বিভাগ পর্যন্ত।
কংগ্রেসের এনএসইউআই-ও কলা বিভাগে আজ প্রতীকী অনশন করবে বলে জানিয়েছে। তারপর হবে মশাল মিছিল। কংগ্রেস ও এএপি যোগ দেবে এই প্রতিবাদ মিছিলে।