ওয়াশিংটন: এইচওয়ানবি ভিসা ইস্যু নিয়ে দেশের চাকরিজীবী জনতার একটা বড় অংশের উদ্বেগ থাকলেও ২৬ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে এই প্রসঙ্গটি তেমন গুরুত্ব নাও পেতে পারে। এমনটাই বলছে ইউএস ইন্দো বিজনেস কাউন্সিল বা ইউএসআইবিসি।
ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই আমেরিকায় কর্মী ভিসা বা এইচওয়ানবি ভিসার সংখ্যা লক্ষ্যণীয়ভাবে কমিয়ে দেওয়া হয়েছে। মূলত ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরাই এই ভিসা ব্যবহার করেন। ফলে এই ইস্যুতে ভারত-মার্কিন সম্পর্কে একটা টানাপোড়েন চলছে বলা যায়। কিন্তু ইউএসআইবিসির বক্তব্য, দুই রাষ্ট্রনেতার আলোচনায় এই ভিসা প্রসঙ্গ খুব বড় জায়গা পাবে না। অন্তত এর ফলে আলোচনায় কোনও তিক্ততা আসার প্রশ্ন নেই। আরও সক্ষম, আরও কর্মোদ্যোগী হয়ে ওঠার জন্য মার্কিন শিল্পের টেকনিক্যাল রিসোর্স জরুরি, আর সেটা ভারতই সরবরাহ করতে পারে।
এই ইউএসআইবিসি ভারতে ব্যবসা করা মার্কিন শিল্পপতিদের সবথেকে বড় সংগঠন। তাদের মতে, ভারত- মার্কিন সম্পর্ক এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কৌশলগত জায়গায় রয়েছে, এই সম্পর্ক আরও শক্তপোক্ত ও গভীর করার জন্য দুপক্ষই উৎসাহী। ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ ও মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ একে অপরের সহায়ক বলেও তারা মন্তব্য করেছে।
২৬ তারিখ মোদী-ট্রাম্প বৈঠকে সন্ত্রাসবাদ থেকে বাণিজ্য- নানা ইস্যু উঠে আসতে পারে। এই দুই রাষ্ট্রনায়কের এটিই প্রথম বৈঠক।
মোদী-ট্রাম্প বৈঠকে বেশি গুরুত্ব নাও পেতে পারে ভিসা ইস্যু
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Jun 2017 06:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -