নয়াদিল্লি: বহুজাতিক সংস্থাগুলোর বিশ্বজুড়ে ব্যবসার পিছনে ভারতীয় মস্তিষ্কের প্রভাব অনস্বীকার্য। এইচওয়ানবি ভিসা বিতর্কে বললেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। তবে এবার ঋণ পরিশোধেরও সময় এসেছে। তাঁর কথায়, বিশ্বজয়ী ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি এবার ডিজিটাল ইন্ডিয়ার বিশাল বাজার ধরার চেষ্টা করুক, দেশে অফিস খুলুক তারা।
বেঙ্গালুরুতে ভারতীয় তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে এক আলোচনাসভায় রবিশঙ্কর প্রসাদ বলেছেন এ কথা।
আমেরিকায় এইচওয়ানবি ভিসা নিয়ে কড়াকড়ি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভারতীয় আইটি সংস্থা কাজ তৈরি করে, আমেরিকা বা অন্য কোথাও কাজ চুরি করে না তারা। ৫০টি দেশের ২০০ শহরে এ দেশের আইটি সংস্থার অফিস রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, বিগ ডেটা ইত্যাদি ক্ষেত্রে এই সব সংস্থাগুলির কাজের বিরাট সুযোগ রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষ বিদেশি কর্মীদের ভিসা দেওয়ার নিয়মকানুনে কড়াকড়ি রীতিমত বাড়িয়েছেন। ভোটপ্রচারে তাঁর প্রতিশ্রুতি ‘বাই আমেরিকান, হায়ার আমেরিকান’ কার্যকর করার এটাই প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এইওয়ানবি ভিসা বিতর্ক: ভারতীয় আইটি সংস্থা কাজ তৈরি করে, চুরি করে না, তারা বিশ্বজয় করেছে, বললেন রবিশঙ্কর প্রসাদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Apr 2017 07:17 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -