নয়াদিল্লি: ইউপিএ আমলে ৬টি সার্জিক্যাল হামলা চালানোর দাবি উড়িয়ে কংগ্রেসের কাছে প্রমাণ চাইলেন প্রাক্তন সেনাপ্রধান তথা কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহ। গাজিয়াবাদ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী তিনি। কংগ্রেস নেতা রাজীব শুক্ল সম্প্রতি সাংবাদিক সম্মেলনে কংগ্রেস পরিচালিত মনমোহন সিংহের ইউপিএ সরকারের সময়ও সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করেন, ৬টি দিনের তালিকাও দেন, যেদিন ওই অভিযানগুলি হয়েছিল। পাল্টা ট্যুইটে কংগ্রেসের দাবিকে মিথ্যা বলে অস্বীকার করেন ভি কে সিংহ। ২০০৮ থেকে ২০১৪-র মধ্যে ঘটেছে বলে কংগ্রেসের দাবি করা সার্জিক্যাল হামলার প্রমাণ দিতে বলেন। তিনি লেখেন, মিথ্যা বলার স্বভাব আছে কংগ্রেসের। দয়া করে আপনারা কি আমায় বলবেন, ‘তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইকে’র কোনটা আমার সেনাপ্রধান থাকার মেয়াদের মধ্যে হয়েছিল। আমি নিশ্চিত আপনারা আরেকটা গল্প ফাঁদতে কাউকে ভাড়া করেছেন।



মোদি সরকারের আমলে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা, বায়ুসেনার সার্জিক্যাল হামলা নিয়ে লাগাতার কংগ্রেস, বিজেপির দাবি, পাল্টা দাবি ঘিরে উত্তাপ ছড়িয়েছে। দিনকয়েক আগে স্বয়ং মনমোহন সিংহ তাঁর আমলেও একাধিক সার্জিক্যাল হামলা হয়েছিল বলে দাবি করেছেন। বলেছেন, ভোট পাওয়ার হাতিয়ার নয়, আমাদের কাছে কৌশলগত প্রতিরোধ ও ভারত-বিরোধী শক্তিগুলিকে জবাব দেওয়াই ছিল সামরিক অভিযানের উদ্দেশ্য।
কংগ্রেসের দাবিকে খোঁচা দিয়ে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বলেন, শুধু কাগজেব বা ভিডিও গেমে সার্জিক্যাল স্ট্রাইক করতে হলে ৬টাই হোক, বা ৩টেই হোক, ২০ বা ২৫, যেকটাই হোক, লোকের তাতে কী এসে যায়? মোদি আরও কটাক্ষ করেন, কংগ্রেসের লোকজন ভিডিও গেম খেলেন, তাতেই সার্জিক্যাল স্ট্রাইক খেলা উপভোগ করেন বলে মনে হয়। মোদি বলেন, প্রথমে কংগ্রেস তিনটে, পরে ৬টি সার্জিক্যাল হামলা চালিয়েছে বলে দাবি করল। শীগগিরই হয়তো ওরা নিজেদের আমলে রোজই সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে বলবে। এ কেমন হামলা যার আঁচ সন্ত্রাসবাদীরা টেরই পেল না, পাকিস্তানও কিছু বুঝল না, এ দেশের লোকজনও জানতে পারল না!
আজ তার নিন্দা করে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ‘ভিডিও গেমে সার্জিক্যাল স্ট্রাইক’ মন্তব্য করে প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে অপমান করেছেন বলে অভিযোগ করেন। ইউপিএ-র সার্জিক্যাল হামলা ভিডিও গেম ছিল বলে প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর অপমান করেছেন, সেনা দেশের, কোনও একজনের ব্যক্তিগত সম্পত্তি নয়, মন্তব্য করেন রাহুল।