মুম্বই: পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে যুদ্ধবিমান সংক্রান্ত গোপন তথ্য দেওয়ার অভিযোগে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর এক কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস)।
পুলিশের বক্তব্য অনুসারে, অভিযুক্ত ভারতীয় যুদ্ধ বিমান ও সেগুলির উৎপাদন কেন্দ্র সংক্রান্ত গোপন তথ্য আইএসআই-কে সরবরাহ করছিল। এটিএসের নাসিক শাখা নির্ভরযোগ্য সূত্রে ওই ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে পারে। অভিযুক্ত নিয়মিত যোগাযোগ রাখছিল আইএসআইয়ের সঙ্গে।
ভারতীয় যুদ্ধবিমানের গোপন তথ্য ও স্পর্শকাতর বিস্তারিত বিষয় সহ নাসিকের ওঝারে হ্যালের উৎপাদন কেন্দ্র সংক্রান্ত তথ্য, বিমান ঘাঁটি ও উৎপাদন কেন্দ্রের নিষিদ্ধ এলাকা তথ্য ওই অভিযুক্ত পাক গুপ্তচর সংস্থাকে নিয়মিত সরবরাহ করত বলে পুলিশ জানিয়েছে।
নাসিকে ৪১ বছরের ওই ব্যক্তিকে তার বাড়ি থেকে গ্রেফতার করেন এটিএসের আধিকারিকরা। সরকারি গোপনীয়তা আইনে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাঁচটি সিম কার্ড সহ ধৃতের কাছ থেকে তিনটি মোবাইল হ্যান্ডসেট ও দুটি মেমরি কার্ড উদ্ধার করা হয়েছে।
ফোন ও সিমকার্ডগুলি পরীক্ষা করে দেখতে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। শুক্রবার ধৃতকে আদালতে তোলা হয়। আদালত অভিযুক্তের ১০ দিনের এটিএস হেফাজতের নির্দেশ দিয়েছে।
যুদ্ধবিমানের গোপন তথ্য পাক গুপ্তচর সংস্থাকে সরবরাহের অভিযোগে গ্রেফতার হ্যাল কর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Oct 2020 07:10 PM (IST)
পাক গুপ্তচর সংস্থা আইএসআইকে যুদ্ধবিমান সংক্রান্ত গোপন তথ্য দেওয়ার অভিযোগে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)-এর এক কর্মীকে গ্রেফতার করল মহারাষ্ট্রের সন্ত্রাস দমন শাখা (এটিএস)।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -