বেঙ্গালুরু: ভারতীয় বায়ুসেনায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হল এইচ এ এল তেজস। বিশ্বের সবথেকে ছোট ও হালকা এই যুদ্ধবিমান শব্দের থেকেও দ্রুতগামী। প্রথম তেজস স্কোয়াড্রন ‘ফ্লাইং ড্যাগারস’-এর অংশ হিসেবে এই যুদ্ধবিমান বেঙ্গালুরুর বিমানঘাঁটিতে থাকবে। ৩৩ বছর পর এই প্রথম বায়ুসেনার হাতে এল দেশীয় পদ্ধতিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্র্যাফট, যদিও তেজসের জি ই ইঞ্জিন সহ বহু মালপত্রই বিদেশ থেকে আমদানি করা হয়েছে। আপাতত দুটি তেজস বায়ুসেনার অন্তর্ভুক্ত হয়েছে, এই আর্থিক বছরের মধ্যেই বায়ুসেনা পাবে আরও ছটি তেজস। ২০১৮ থেকে ২০ সালের মধ্যে ‘ফ্লাইং ড্যাগারস’ স্কোয়াড্রন সম্পূর্ণ শক্তিশালী হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অরূপ রাহা গত মাসে এই তেজসে সওয়ার হন। তিনি জানান, বায়ুসেনার অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই সুপারসোনিক যুদ্ধবিমান পুরোপুরি তৈরি।

২০১১ সাল থেকেই লাইট কমব্যাট এয়ারক্র্যাফটের চাহিদার কথা জানিয়ে আসছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু নানা কারণে এই প্রকল্প এতদিন বাস্তবায়িত হয়নি। আপাতত যে যুদ্ধবিমানগুলি বায়ুসেনা পেয়েছে, সেগুলিও যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত নয় কিন্তু ভবিষ্যতে যাবতীয় সমস্যা মিটে যাবে বলে আইএএফ আশা করছে।