রাজ কপূরকে জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন অমিতাভ বচ্চন, চিত্রপরিচালক রাকেশ রোশন, প্রযোজক গোল্ডি বহেল-এর মতো ব্যক্তিত্বরা।
বিগ বি-র ভাষায় রাজ কপূরের তুলনা তিনি নিজেই। রাকেশ রোশন মনে করেন, হিন্দি ছবিতে রাজ কপূরের অবদান অনস্বীকার্য।
রাকেশ জানিয়েছেন, তিনি প্রায় চারশো বার রাজ কপূরের ছবি ‘শ্রী ৪২০’ দেখেছেন। গোল্ডি বহেলও তাঁর স্মৃতিচারণায় মনে করেছেন রাজ কপূরের কথা।
ভারতীয় সিনেমায় রাজ কপূরকে একজন অসাধারণ শিল্পী হিসেবে বর্ণনা করা হয়। তাঁর অনবদ্য শিল্প কর্মের ছোঁয়া পাওয়া গিয়েছে তাঁর অভিনয়, ছবি পরিচালনায়। তিনি তাঁর কর্মজীবনে বহু স্বীকৃতি পেয়েছেন। তিনটি জাতীয় পুরস্কার পেয়েছেন রাজ কপূর। তাঁর ছবি ‘বুট পলিশ’ এবং ‘আওয়ারা’, এই দুই ছবির জন্যে তিনি দু বার কান চলচ্চিত্র উত্সবে পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন।
১৯৭১ সালে ভারত সরকার তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করেন। ১৯৮৭ সালে ভারত সরকার তাঁকে দাদাসাহেব ফলকে অ্যাওয়ার্ড দেন।
শোনা যায় রাজ কপূর তাঁর ছবির বিষয় ভীষণই কুসংস্কারাচ্ছন্ন ছিলেন। সেজন্যেই তিনি ‘সত্যম শিবম সুন্দরম’ মুক্তির সময় মদ্যপান করতেন না, নিরামিষ খাবার খেতেন।