আহমেদাবাদ: গুজরাতের বিধানসভা ভোটে ক্ষমতাসীন বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের পাশে থাকার বার্তা দিলেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেল। এদিন আহমেদাবাদে সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করে হার্দিক বলেছেন, তাঁদের সংরক্ষণের দাবি মেনে নিয়েছে কংগ্রেস। ক্ষমতায় এলে সংরক্ষণ নিয়ে বিল আনবে কংগ্রেস।
হার্দিক বলেছেন, তাঁরা প্রকাশ্যে কংগ্রেসের প্রতি সমর্থন জানাচ্ছেন না, তবে তাঁদের লড়াই বিজেপির বিরুদ্ধে। তাই প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে তাঁদের সমর্থন থাকবে কংগ্রেসের প্রতিই।
সংরক্ষণের ব্যাপারে তাঁরা কংগ্রেসের ফর্মূলা মেনে নিয়েছেন বলে জানিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, কংগ্রেস ক্ষমতায় আসার পর ৫০ শতাংশের বাইরেও সংরক্ষণ দেওয়ার কথা বলেছে। এ ব্যাপারে সরকার গড়লে বিধানসভায় কংগ্রেস বিল পেশ করবে। সংবিধানের ৩১ ও ৪৬ ধারায় পাতিদার সংরক্ষণের আশ্বাস দিয়েছে কংগ্রেস।
তিনি আরও বলেছেন, কংগ্রেসকে তাদের ইস্তেহারে সংরক্ষণ সংক্রান্ত সমগ্র ফর্মূলা সমাধান সহকারে সামিল করতে হবে।
হার্দিক আরও বলেছেন, তাঁদের দাবি শুধু পাতিদার সমাজের জন্যই নয়। বিজেপিকে সমাজের অন্যান্য শ্রেণীর কথাও তাঁরা বলেছিলেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি বিজেপি। কংগ্রেস তাঁদের কথা শুনেছে বলে জানিয়েছেন হার্দিক।
পাতিদার অনামত আন্দোলন সমিতি (পাস)-র নেতা বলেছেন, কংগ্রেস পাতিদারদের অবস্থা খতিয়ে দেখতে সমীক্ষার কথা বলেছে। এ ধরনের সমীক্ষা তাঁর চান বলে জানিয়ে হার্দিক বলেছেন, ধারনা রয়েছে যে, পাতিদার সমাজ সম্বৃদ্ধ। কিন্তু সমীক্ষা চালালে পরিস্থিতি স্পষ্ট হয়ে যাবে যে তাঁরা পাতিদারদের অবস্থা সম্পর্কে যা বলছেন, তা সত্যি কিনা।
বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে জানিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, বিজেপি তাঁদের শত্রু নয়। কিন্তু স্বাধীন দেশে প্রত্যেকেরই নিজস্ব দাবিতে লড়াই করার অধিকার রয়েছে। পাতিদার নেতা বলেছেন, তিনি কংগ্রেসকে সমর্থন ও ওই দলের হয়ে প্রচারের জন্য সওয়াল করছেন না। তিনি কেনাবেচার বিরুদ্ধে।পাতিদার সম্প্রদায়ের যুবকদের প্রার্থী করার কোনও শর্ত কংগ্রেসের ওপর তাঁরা চাপাননি। তাঁরা শুধু চান যে, টিকিট পেলে পাতিদার যুবকও ভোটে লড়াই করবেন। টিকিটের জন্য তিনি কোনওরকম দরকষাকষি করেননি।
হার্দিকের অভিযোগ, পাতিদার ভোটে ভাঙন ধরাতে বিজেপি ২০০ কোটি টাকা খরচ করে নির্দল প্রার্থী দাঁড় করিয়েছে। এই নির্দল প্রার্থীদের ভোট না দেওয়ার জন্য হার্দিক পাতিদার সমাজের কাছে আর্জি জানিয়েছেন।
হার্দিক বলেছেন, তিনি আগামী আড়াই বছর কোনও দলেই যোগ দেবেন না। আন্দোলন চালিয়ে যাবেন।
পাসের মধ্যেও কোনও মতভেদ নেই বলে সাফ জানিয়েছেন পাতিদার। তাঁর অভিযোগ, তাঁদের সংগঠনের কনভেনরদের কিনতে টাকার ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে বিজেপি। ভোটে পরাজয় নিশ্চিত জেনেই বিজেপি এভাবে অর্থ ব্যয় করছে।
পাতিদার সংরক্ষণের দাবিতে সহমত কংগ্রেস, জানালেন হার্দিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Nov 2017 12:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -