চণ্ডীগড়: কৃষক আন্দোলনে উত্তাল হয়ে উঠল হরিয়ানার কার্নাল। বিক্ষোভকারীদের হঠাতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ল পুলিশ। অশান্তির জেরে বাতিল হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের কর্মসূচি। এর কয়েক ঘণ্টা পর সাংবাদিক বৈঠকে ঘটনার জন্য ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধান গুরনাম সিংহ চাড়ুনির দিকে অভিযোগের আঙুল তুললেন খট্টর।
হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসন গতকালই বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলেছিল। তাঁরা কোনও আন্দোলন নয়, প্রতীকী প্রতিবাদ করার ব্যাপারে সম্মত হয়েছিলেন। তাঁদের ওপর বিশ্বাস করে প্রশাসন সমস্ত প্রস্তুতি নিয়েছিল। আজকের ঘটনায় ৫ হাজার জন উপস্থিত ছিলেন। কিন্তু কিছু তরুণ তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
এদিন খট্টরের ''কিষাণ মহাপঞ্চায়েতে' কৃষকদের সঙ্গে দেখা করে কেন্দ্রের কৃষি আইন নিয়ে তাঁদের উদ্বেগ সম্পর্কে আলোচনার কথা ছিল। কিন্তু তার আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হন কয়েক হাজার কৃষক। এরইমধ্যে বিক্ষোভকারীদের কেউ কেউ তাঁবু উপড়ে ফেলেন ও অনুষ্ঠানস্থলের মঞ্চে ভাঙচুর চালান। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করল পুলিশ। ফাটানো হল কাঁদানে গ্যাসের শেল। তীব্র ঠাণ্ডার মধ্যেই ব্যবহার করা হল জলকামান!
এদিনের ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী ভারতীয় কিষাণ ইউনিয়নের প্রধানের একটি ভিডিওর উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনেছেন।
খট্টর বলেছেন, আমি যদি বলি যে এদিনের ঘটনার জন্য কেউ দায়ী, তাহলে গুরনাম সিংহ চাড়ুনির একটি ভিডিও গত পরশু থেকে ঘোরাফেরা করছে, যেখানে তিনি লোকজনকে উস্কানি দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ওদের মুখোশ খুলে যাচ্ছে। এ ধরনের বিক্ষোভের ক্ষেত্রে কংগ্রেস ও কমিউনিস্টদের একটা বড় ভূমিকা রয়েছে বলেই আমি মনে করি। এ ধরনের হামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, এই সব লোকজনকে কৃষকদের বদনাম করছে। কারণ, কৃষকদের আচরণ আদৌ এ রকম নয়।
খট্টর আরও বলেছেন, এদিনের ঘটনায় মানুষের কাছে একটা গুরুতর বার্তা গেল। আমি যা বলতে চেয়েছিলাম, এটা তার থেকে অনেক বেশি।
অন্যদিকে, এই ঘটনায় হরিয়ানার বিজেপি সরকারকে বিঁধে কংগ্রেস মুখপাত্র রণদীপ সিংহ সুরজেওয়ালা টুইট করেন, খট্টর সাহেব চেষ্টা করলেন। কিন্তু কার্নালের ঘটনাকে ‘জওয়ান বনাম কিসান’ মোড়ক দিতে পারলেন না। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হয়েও, নিজের নির্বাচনী এলাকায় বিক্ষোভের মুখে পড়লেন, ইতিহাসে এমনটা প্রথমবার হল। এবার জাগার সময় এসেছে। জনতার মন বুঝুন।
কৃষক আন্দোলনে উত্তাল হরিয়ানার কার্নাল, অশান্তির জেরে বাতিল কর্মসূচি, কংগ্রেস-কমিউনিস্টদের দায়ী করলেন মুখ্যমন্ত্রী খট্টর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jan 2021 10:20 PM (IST)
হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেছেন, প্রশাসন গতকালই বিক্ষোভকারী কৃষকদের সঙ্গে কথা বলেছিল। তাঁরা কোনও আন্দোলন নয়, প্রতীকী প্রতিবাদ করার ব্যাপারে সম্মত হয়েছিলেন। তাঁদের ওপর বিশ্বাস করে প্রশাসন সমস্ত প্রস্তুতি নিয়েছিল। আজকের ঘটনায় ৫ হাজার জন উপস্থিত ছিলেন। কিন্তু কিছু তরুণ তাঁদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -