নয়াদিল্লি: জাতীয় সংগীত থেকে 'অধিনায়ক' শব্দটি বাদ দেওয়া হোক, কেননা তার মানে 'ডিক্টেটর' বা 'একনায়ক'। দাবি করলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা অনিল ভিজ। তাঁর ব্যাখ্যা, এরকম শব্দ থাকলে তাতে গণতন্ত্রে থেকেও একজন স্বৈরতন্ত্রীর প্রশংসা করা হয়। আর ভারতে গণতন্ত্র আছে, একনায়কতন্ত্র নয়। তাই অধিনায়ক শব্দটি বাদ দেওয়ার কথা ভেবে দেখা উচিত।
দিনকয়েক আগেই অসমের কংগ্রেস নেতা রিপুন বোরা রাজ্যসভায় বেসরকারি প্রস্তাব পেশ করে 'জনগণমন' সংশোধনের প্রস্তাব দেন। তাঁর বক্তব্য, জাতীয় সঙ্গীতে 'উত্তরপূর্ব' ভারতের কোনও উল্লেখই নেই, অথচ যে সিন্ধুপ্রদেশ এখন পাকিস্তানের অংশ, তার কথা রয়েছে। কেন আমরা আমাদের শত্রু দেশের কোনও জায়গার গুণকীর্তন করব? কোনও যুক্তি নেই এর। সিন্ধ শব্দটি অবিলম্বে বাদ দিতে হবে। দাবির সমর্থনে তিনি যুক্তি দেন, ১৯৫০ সালে জাতীয় সঙ্গীত গৃহীত হওয়ার সময়ই তত্কালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ বলেছিলেন, প্রয়োজনে ভবিষ্যতে জাতীয় সঙ্গীতে অদলবদল হতে পারে।
রিপুন অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি। তাঁর প্রস্তাবটি সামনের সপ্তাহে রাজ্যসভায় আলোচনার জন্য উঠতে পারে।
রিপুনের সিন্ধু শব্দটি কেটে দেওয়ার প্রস্তাবেও সায় রয়েছে ভিজের।
'সিন্ধু' মুছে দিতে হবে, অসম কংগ্রেস নেতার দাবির পর 'জনগণমন' থেকে 'অধিনায়ক' শব্দটি বাদ দেওয়ার দাবি হরিয়ানার বিজেপি নেতা-মন্ত্রী অনিল ভিজের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Mar 2018 02:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -