চণ্ডীগড়: আগামীকাল প্রজাতন্ত্র দিবসে মন্দির, মসজিদ, গির্জা সহ দেশের সব ধর্মীয় স্থানে জাতীয় পতাকা তোলার আহ্বান জানালেন হরিয়ানার শিল্প ও বাণিজ্যমন্ত্রী বিপুল গোয়েল। তিনি বলেছেন, ‘আমরা সব ধর্মীয় স্থানে জাতীয় পতাকা তুলব। আমার  নির্বাচনী কেন্দ্র ফরিদাবাদ থেকে এটা শুরু করব। সব মানুষকে প্রজাতন্ত্র দিবসে মন্দির, মসজিদ, গির্জার মতো ধর্মীয় স্থানগুলিতে জাতীয় পতাকা তোলার অনুরোধ জানাচ্ছি। এর ফলে মানুষের মনে জাতীয়তাবাদের চেতনার উন্মেষ ঘটবে এবং নতুন ভারত তৈরি হবে।’


হরিয়ানার এই মন্ত্রী আরও বলেছেন, ‘আমি আরও অনেকের সঙ্গে ধর্মীয় স্থানগুলিতে গিয়ে জাতীয় পতাকা তোলার অনুরোধ জানাব। আমাদের সবচেয়ে বড় ধর্ম হল দেশের স্বার্থ। এটা কোনও ব্যক্তির চিন্তাধারা নয়, দেশের মানুষের ভাবনা। তেরঙা দেশের প্রতীক।’

দেশের বিভিন্ন স্থানে ‘পদ্মাবৎ’-এর বিরুদ্ধে বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বিপুল বলেছেন, বিক্ষোভকারীদের সম্পত্তি ভাঙচুর থেকে বিরত থাকা উচিত।