নয়াদিল্লি: হরিয়ানা সরকারের একটি বিজ্ঞাপনের অভিনব প্রতিবাদ এক মহিলা অ্যাঙ্করের। ঘোমটায় মুখ ঢেকে খবর পড়লেন তিনি। এই ভিডিও সোশ্যাল মিডিয়া দ্রুত ভাইরাল হয়ে গিয়েছে।
অ্যাঙ্কর প্রতিমা তাঁর শো-র শুরুটা ঘোমটায় মুখ ঢেকেই করেন। তিনি বলেন, ঘোমটা পরে কিছুই দেখা যাচ্ছে না। এটা বাধ্যবাধকতার মতোই। এটা ঘোমটা নয়, একটা শৃঙ্খল।
প্রতিমা আরও বলেছেন, ঘোমটা নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞাপনের প্রতিবাদ জানাতেই তিনি ঘোমটা পরে খবর পড়লেন।  তাঁর প্রশ্ন, যে প্রথা একটা বাধ্যবাধ্যকতা, যে ঘোমটা পরতে মেয়েদের বাধ্য করা হয়, হরিয়ানা সরকার কীভাবে তার মহিমা তুলে ধরে বিজ্ঞাপন দিতে পারল?
রাজ্য সরকারের ‘কৃষি সংবাদ’ ম্যাগাজিনে প্রকাশিত বিজ্ঞাপনে বলা হয় ‘ঘোমটা পরা মহিলারা হরিয়ানার স্বকীয়তা, গর্ব’।


প্রতিমা বলেছেন, ওই বিজ্ঞাপন দেখে তিনি হতবাক হয়ে গিয়েছেন। খোদ সরকারই যদি চায় যে, মেয়ের ঘোমটা পরে থাকে, তাহলে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের উদ্দেশ্যটা কী!
উল্লেখ্য, হরিয়ানার বিরোধী দল থেকে শুরু করে কমনওয়েল্থে সোনা জয়ী তারকা কুস্তিগীর গীতা ফোগতও বিজ্ঞাপনটির সমালোচনা করেছেন।