চণ্ডীগড়: রবিবার জাঠদের সংগঠন ও বিজেপি সাংসদ রাজকুমার সাইনির পরস্পর-বিরোধী মিছিলের আগে সতর্কতা জারি করল হরিয়ানা পুলিশ। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। অতিরিক্ত ডিজিপি (আইন-শৃঙ্খলা) মহম্মদ আকিল বলেছেন, ‘এখনও পরিস্থতি শান্তিপূর্ণ ও আমাদের নিয়ন্ত্রণে আছে। হরিয়ানার ১২-১৩টি জেলায় পর্যাপ্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। রোহতক ও ঝিন্দ জেলায় মিছিল থেকে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য কেন্দ্রের কাছ থেকে ২৫ কোম্পানি আধাসেনা চাওয়া হয়েছে। তবে সেই বাহিনী এখনও আসেনি।’
জাঠদের সংরক্ষণের দাবিতে রবিবার রোহতকের জসিয়া গ্রাম থেকে মিছিলের ডাক দিয়েছেন অল ইন্ডিয়া জাঠ আরক্ষণ সংঘর্ষ সমিতির সভাপতি যশপাল মালিক। পাল্টা জাঠদের সংরক্ষণের দাবির বিরোধিতা করে ঝিন্দে সমানতা মহা সম্মেলনের ডাক দিয়েছেন কুরুক্ষেত্রের বিজেপি সাংসদ সাইনি। এই মিছিল-পাল্টা মিছিল নিয়ে সতর্ক পুলিশ প্রশাসন।
রোহতক রেঞ্জের আইজি নবদীপ ভির্ক বলেছেন, এই জেলায় ৩,৫০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। রোহতকের ডেপুটি কমিশনার যশ গর্গ বলেছেন, ‘আগ্নেয়াস্ত্র, ধারাল অস্ত্র ও লাঠি নিয়ে রাস্তার বেরোনোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দু’টি মিছিল যাতে মুখোমুখি না হয়, তার জন্য পথ ঘুরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ ১৯টি চেকপোস্ট তৈরি করেছে।’
জাঠ সংগঠন, বিজেপি সাংসদের মিছিলের আগে হরিয়ানায় জারি সতর্কতা
Web Desk, ABP Ananda
Updated at:
25 Nov 2017 11:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -