হিসার: পরীক্ষায় ভালো লিখতে পারেনি। এজন্য নয় বছরের এক ছাত্রীর মুখে কালি মাখিয়ে ঘোরানো হল স্কুল চত্বরে। হরিয়ানার হিসারের এই ঘটনার প্রতিবাদ জানাল ওই পড়ুয়ার পরিবার। চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীর বাবা এ ধরনের ঘটনা ঘটতে দেওযায় এই বেসরকারি স্কুল বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন।
ছাত্রীর বাবা বলেছেন, গত ছয় ডিসেম্বরের পরীক্ষায় আমার মেয়ে কম নম্বর পেয়েছিল। এক শিক্ষিকা ওর মুখে কালি মাখিয়ে দেয়। তাকে স্কুলের চারপাশে ঘোরানো হয়। এভাবে তাকে বিড়ম্বিত করা হয়। প্রশাসনের কাছে স্কুলটি বন্ধ করার দাবি জানিয়েছি। ও তো চতুর্থ শ্রেণীতে পড়ে। এখনও প্রশ্নের উত্তর দিতে শেখেনি। তাই শিক্ষিকার এমন কাজ করা একেবারেই ঠিক হয়নি।
ষষ্ঠ শ্রেণীর এক পড়ুয়ার দাবি, আরও দু-তিনজন ছাত্রীর মুখে পরীক্ষায় ভালো না করার সাজা হিসেবে কালি মাখিয়ে দেওয়া হয়।
এই ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ বিষয়টি দেখছে।পুলিশ চৌকির দায়িত্বপ্রাপ্ত জগজিত সিংহ এ কথা জানিয়েছেন।