চণ্ডীগড়: ঊর্ধ্বতন অফিসারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করলেন হরিয়ানার এক মহিলা আইএএস অফিসার। তাঁর অভিযোগ, পশুপালন বিভাগের অতিরিক্ত সচিব সুনীল গুলাটি যৌন উৎপীড়ন করেছেন তাঁকে। শুধু তাই নয়, তাঁর অভিযোগ, আম্বালা ও চণ্ডীগড়ে যেখানে যেখানে তিনি কর্মরত ছিলেন, সব জায়গায় উর্ধ্বতন অফিসাররা তাঁর ওপর শারীরিক নির্যাতন করেছেন।
ওই আইএএসের অভিযোগ, সততার জন্য এভাবে খেসারত দিতে হচ্ছে তাঁকে। শুধু অফিসাররা নন, গাড়ির চালকরা পর্যন্ত তাঁর সঙ্গে অশালীন আচরণ করছেন, যখনই তিনি গাড়িতে ওঠেন, চালকরা হস্তমৈথুন করেন। তাঁর দাবি, তিনি সৎ, দুর্নীতিতে রাজি হননি। তাই এভাবে যৌন উৎপীড়নের শিকার হচ্ছেন, কুৎসিত ইশারা করা হচ্ছে তাঁকে, হাজারটা চোখের সামনে উত্যক্ত করা হচ্ছে।
অতিরিক্ত সচিব সুনীল গুলাটি অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, তিনি শুধু ওই আইএএসকে কাজ শেখানোর চেষ্টা করেন, কখনও তাঁকে একা নিজের ঘরে ডাকেননি। বরং অভিযোগকারিণীরই অতীত ঠিক নয় বলে তাঁর দাবি।
অভিযোগকারিণী দাবি করেছেন, গুলাটি তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছেন। তাঁর ওপর যে যৌন নির্যাতন চলেছে সে ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়মিত ওয়াকিবহাল করেছেন তিনি। এরপরেও তাঁর সঙ্গে এমন আচরণ হয়েছে যা যৌন নির্যাতনের আওতায় পড়ে।
ঊর্ধতন অফিসারদের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনলেন হরিয়ানার এই আইএএস
ABP Ananda, Web Desk
Updated at:
11 Jun 2018 01:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -