চন্ডীগড়: হরিয়ানার গায়িকা তথা নৃত্যশিল্পী হর্ষিতা দাহিয়ার খুনের ঘটনার কিনারা। তাঁকে খুনের ষড়যন্ত্র করেছিলেন তাঁর জেলবন্দী জামাইবাবু।এমনই দাবি করল পুলিশ।


হর্ষিতার দিদি লতাও এর আগে অভিযোগ করেছিলেন যে, তাঁর স্বামী দীনেশই এই খুন করিয়েছে। ২০১৪-তে খুন হন হর্ষিতার মা খুন হন। সেই খুনের মামলায় প্রধান সাক্ষী হর্ষিতা। অভিযুক্ত দীনেশ। এ কারণেই দীনেশ এই খুন করিয়েছে বলে  অভিযোগ করেন হর্ষিতার দিদি।

পুলিশও জানিয়েছে, দীনেশ কয়েকমাস আগে হর্ষিতাকে খুনের হুমকি দিয়েছিল।

পুলিশ দীনেশকে চারদিনের হেফাজতে নিয়েছে।

পুলিশ জানিয়েছে, ঝজ্জর জেলে থাকার সময়ই দীনেশ হর্ষিতাকে খুনের ষড়যন্ত্র করেছিল। তার কয়েকজন সহবন্দী, যারা জামিনে বা প্যারোলে ছাড়া পেয়েছে, তারাই গত মঙ্গলবার হরিয়ানার পানিপথ জেলার চামারা গ্রামে হর্ষিতাকে খুন করে।

উল্লেখ্য, চামারা গ্রামে একটি অনুষ্ঠান সেরে ফেরার সময় মাঝরাস্তায় হর্ষিতার গাড়ি থামিয়ে তাঁকে পর পর গুলি ছুঁড়ে খুন করা হয়।

পানিপথের ডিসিপি দেশ রাজ বলেছেন, হর্ষিতার মায়ের হত্যা মামলায় ইতিমধ্যেই অভিযুক্ত দীনেশ। সে এখন জেলে রয়েছে।