নয়াদিল্লি: পাকিস্তান থেকে ফিরেই ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন উজমা আহমেদ। দিল্লির বাসিন্দা এই ভারতীয় মহিলাকে পাকিস্তানে বন্দুকের নলের মুখে এক পাকিস্তানিকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল তাঁর অভিযোগ। তাঁর ভারতে ফেরার আর্জিতে সাড়া দিয়ে গতকাল সম্মতি দেয় ইসলামাবাদ হাইকোর্ট। আজ ওয়াগা সীমান্ত পেরিয়ে দেশে ফিরেই রাজধানীতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বসে সাংবাদিক সম্মেলনে পাকিস্তানকে 'মৃত্যুকূপ' বলেন তিনি।
পাকিস্তানে কয়েকটা দিন কাটানোর স্মৃতি আদৌ সুখের নয়। সেটাই জানাতে গিয়ে আবেগরুদ্ধ গলায় উজমা বলে ফেলেন, পাকিস্তানে ঢোকা সহজ, কিন্তু ফেরাটা প্রায় অসম্ভব। পাকিস্তান একটা মৃত্যুকূপ। আমি সেখানে বেশ কিছু মহিলাকে দেখেছি, যাঁরা বাড়ির লোকদের দেখাশোনা করে দেওয়া বিয়ের পর ওখানে গিয়েছেন। তাঁরা চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন। প্রতিটি বাড়িতে দুটি, তিনটি এমনকী চারটে করে বউ! আর কয়েকটা দিন ওখানে থাকলে তিনি হয়তো মারাই যেতেন বলে মন্তব্য করেন তিনি।
সাংবাদিক বৈঠকে উজমার পাশে সুষমা ছাড়াও ছিলেন ইসলামাবাদে ভারতীয় ডেপুটি হাইকমিশনার জে পি সিংহ, বিদেশমন্ত্রকের পদস্থ কর্তারা।
উজমা জানান, খাইবার পাখতুনখোয়ার বুনের নামে যে এলাকায় তিনি কয়েকটা দিন ছিলেন, সেটি তালিবান-নিয়ন্ত্রিত জায়গার মতোই। তাহির আলি নামে যে পাকিস্তানি তাঁকে বন্দুকের ভয় দেখিয়ে নিকাহ-তে রাজি হতে বাধ্য করেছিল, সে তাঁকে ঘুমের ওষুধ খাইয়ে আচ্ছন্ন করে সেখানে নিয়ে গিয়েছিল।
সাংবাদিকদের সামনে সুষমার ব্যবহারে তিনি আপ্লুত বলে জানান উজমা। বারবার তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, আমি শুধু বলতে পারি, পাকিস্তান থেকে ফিরে যখন ভারতের মাটিতে পা দিই, বাঁধভাঙা আনন্দে ভেসে যাই।
সুষমা তাঁকে প্রতিদিন ফোন করে খবর নিতেন বলে জানান উজমা। বলেন, উনি আমায় ভরসা দিতেন, নিরাপদে আমার ফেরা সুনিশ্চিত করতে ভারতে প্রয়াস অব্যাহত রয়েছে। তিনি এমন আশ্বাসও দেন, দরকার হলে ভারতীয় হাই কমিশন আমায় কয়েক বছর থাকতে দেবে।
পাকিস্তান মৃত্যুকূপ, ওদেশে যাওয়া সহজ, ফেরা প্রায় অসম্ভব, দেশে ফিরে সাংবাদিক বৈঠকে উজমা, কৃতজ্ঞতা সুষমাকে
Web Desk, ABP Ananda
Updated at:
25 May 2017 07:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -