নয়াদিল্লি: কঠিন প্রশ্নের ক্ষেত্রে সিবিএসই-কে গ্রেস মার্কস নীতি অবলম্বন করার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। এর ফলে স্বস্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা।
দ্বাদশ শ্রেণির পরীক্ষার সম্পন্ন হওয়ার পর কঠিন প্রশ্নের ক্ষেত্রে গ্রেস নম্বর দেওয়ার নীতি প্রত্যাহার করার নির্দেশিকা জারি করে সিবিএসই। সেই অনুযায়ী, বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই তা আমল করেছে। এই প্রেক্ষিতে এক অভিভাবক ও এক আইনজীবী দিল্লি হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন।
তাঁদের দাবি, অন্তত চলতি বছরের জন্য এই প্রথা যেন প্রত্যাহার না করা হয়। মামলাকারীদের যুক্তি, এর ফলে, চলতি বছর যারা দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছে, সেই সকল পরীক্ষার্থীর ওপর প্রভাব পড়তে পারে। বিশেষ করে, যারা বিদেশে পড়াশোনার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাদের আবেদন, আগামী বছর থেকেও এই নতুন নিয়ম কার্যকর করা যেতে পারে।
মঙ্গলবার, সেই মামলার শুনানিতে অন্তর্বর্তী রায় দিয়ে সিবিএসই-কে গ্রেস নম্বর চালিয়ে যাওয়ার অনুমতি দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি প্রতিভা এম সিংহের বেঞ্চ। এই ইস্যুতে, সিবিএসই-কে ভর্ৎসনাও করে আদালত। বেঞ্চ জানায়, পরীক্ষার পর এই নির্দেশিকা জারি করে বোর্ড অবিবেচকের মতো পরিচয় দিয়েছে। বোর্ডকে আদালতের নির্দেশ, নীতি বদল আগামী বছর থেকে কার্যকর করতে।