নয়াদিল্লি: মারণ ডেঙ্গির প্রাদুর্ভাব রয়েছে, এমন সব জায়গার ভৌগলিক ম্যাপিং তৈরি করতে রাজধানীর সবকটি পুরসভাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন (এনসিআর)-কে উন্নত করতে গত মে মাসে যে পরামর্শ দিয়েছিল উচ্চ আদালত, সেই অনুযায়ী কোনও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কি না, তা জানিয়ে স্টেটাস রিপোর্ট জমা দিতে মঙ্গলবার কেন্দ্রকে নির্দেশ দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি গীতা মিত্তল এবং বিচারপতি হরিশঙ্করের নেতৃত্বাধীন বেঞ্চ।
শহরে বেশ কয়েকটি অবৈধ নির্মাণ সংক্রান্ত দায়ের হওয়া একগুচ্ছ জনস্বার্থ মামলার শুনানির প্রেক্ষিতেই এদিন ডেঙ্গি ও এনসিআর অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ ওঠে। আদালতের নির্দেশ, ডেঙ্গি-প্রভাবিত এলাকাগুলির ভৌগলিক ম্যাপিং করে জমা দেওয়া হোক আদালতে।
বেঞ্চের মতে, ম্যাপিংয়ের ফলে ওই অঞ্চলের ওপর নজরদারি এবং পতঙ্গ-বাহিত রোগের ছড়িয়ে পড়া আটকানো সম্ভব হবে। বেঞ্চ আরও জানায়, রাজধানী অঞ্চলের উন্নয়নে দিল্লির বায়ুদূষণ কমবে, শহরে যানজট প্রশমিত হবে। একইসঙ্গে, পরিচ্ছন্নতা বৃদ্ধি পাবে।