নয়াদিল্লি: সেলুলার অপারেটর্স অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (সিওএআই) তাদের সম্পর্কে 'আপত্তিকর', 'অবমাননাসূচক' মন্তব্য করেছে, এহেন অভিযোগে দিল্লি হাইকোর্টে রিলায়েন্স জিও। সিওএআইকে এমন আচরণ করা থেকে বিরত, সংযত রাখার আবেদন করেছে রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড। এর পরিপ্রেক্ষিতে দিল্লি হাইকোর্টের বিচারপতি যোগেশ খন্না সিওএআই ও তাদের ডিরেক্টর জেনারেল রাজন এস ম্যাথুজকে নোটিস দিয়ে 'মর্যাদাহানিকর' মন্তব্য করতে বারণ করেছেন বলে খবর।

রিলায়েন্সের অভিযোগনামার দাবি, সিওএআই ২০১৬-র ২৫ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে রিলায়েন্স জিও সম্পর্কে কিছু আপত্তিকর মন্তব্য করে, চলতি বছরের ফেব্রুয়ারিতেও তার পুনরাবৃত্তি হয়। এতে কোম্পানির সুনাম ক্ষুন্ন হয়েছে। রিলায়েন্স জিও-র তরফে কৌঁসুলি মুকুল রোহাতগি শুনানিতে অভিযোগ করেন, সিওএআই বিদ্বেষমূলক প্রচার করছে। এতে তাঁর মক্কেলের 'প্রভূত ব্যবসায়িক ক্ষতি', সম্মানহানি হয়েছে। এজন্য ক্ষতিপূরণ চাই।

ম্যাথুজ ও তাঁদের সংগঠনের কৌঁসুলি সওয়াল করেন, যে মন্তব্যই করা হয়ে থাকুক, তা 'সঠিক', মানহানির সংজ্ঞার আওতায়ই আসে না। যদিও বিচারপতি খন্না বলেন, যে শব্দ বা বাক্যবন্ধ ব্যবহার করা হয়েছে, তা সঙ্গত, ন্যয্য কিনা, সে ব্যাপারে আমার সংশয় রয়েছে এবং তাই আবেদনকারীও (জিও) প্রাথমিক ভাবে অভিযোগ তুলতে পেরেছে। সেজন্য সিওএআই এবং ম্যাথুজ চার সপ্তাহের মধ্যে লিখিত বিবৃতি বা জবাব পেশ করবেন। আর তার মধ্যে আবেদনকারীর বিরুদ্ধে যে ধরনের 'শব্দ' ব্যবহার করা হয়েছে, তেমন আপত্তিকর, অপমানজনক কথা বলা থেকে বিরত থাকতে হবে তাঁদের।

২৪ আগস্ট জয়েন্ট রেজিস্ট্রারের সামনে এ ব্যাপারে পরবর্তী প্রক্রিয়ার দিন ধার্য হয়েছে।

প্রসঙ্গত, লাইসেন্স পাওয়া টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির অভিন্ন ও পারস্পরিক স্বার্থ খতিয়ে দেখতে তৈরি হয়েছিল সিওএআই। টেলিকম মহলের সরকারি মুখপত্র মনে করা হয় তাদের।