কোচি: গত বছর কেরলে সিপিএম নেতৃত্বাধীন বাম সরকার ক্ষমতায় আসার পর থেকে 'খুন করা হচ্ছে' বিজেপি, আরএসএস ক্যাডারদের। এগুলি রাজনৈতিক খুন বলে দাবি করে সিবিআই তদন্ত চেয়ে কেরল হাইকোর্টে পিটিশন দিয়েছে থ্যালাসেরির গোপালন আদিযোগী ভাক্কিল স্মারক ট্রাস্ট। এ ব্যাপারে ট্রাস্টের পিটিশনের ওপর শুনানির সময় আজ কেরল সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট। ২৫ অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে সিবিআই তদন্তের দাবির ব্যাপারে পাল্টা হলফনামা পেশ করার নির্দেশ দিয়েছে


প্রধান বিচারপতি নবনীতি প্রসাদ সিংহ ও বিচারপতি রাজা বিজয়রাঘবনকে নিয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ।

৩০ অক্টোবর শুনানি ফের শুরু হবে।

গত বছরের মে মাসে বাম গণতান্ত্রিক মোর্চা কেরলে ক্ষমতায় আসার পর সাতটি 'রাজনৈতিক খুনে'র কথা উল্লেখ করে সিবিআই তদন্তের নির্দেশ দিতে আদালতে আবেদন জানায় ট্রাস্ট।

তাদের দাবি, সবকটি ঘটনায় শাসক জোটের একটি বড় সংগঠনের সক্রিয় সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। আবার কয়েকটি ঘটনায় স্বয়ং মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রের পার্টি সদস্যরা জড়িত। সবকটি ক্ষেত্রেই তথ্য ও পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে ইঙ্গিত স্পষ্ট যে, খুনগুলির পিছনে উচ্চ পর্যায়ের রাজনৈতিক চক্রান্ত ও আসল অপরাধীদের বাঁচানোর চেষ্টা হয়েছে।

এই হত্যাগুলির পিছনে ষড়যন্ত্রের দিকটি সঠিক ভাবে পুলিশ খতিয়ে দেখেনি বলেও অভিযোগ করেছে ট্রাস্ট।