নয়াদিল্লি: নগদহীন লেনদেনে উত্সাহ দিতে এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে নগদ লেনদেনে এবার বসছে চার্জ। এইচডিএফসি, আইসিআইসিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক-সহ বেশ কয়েকটি ব্যাঙ্কে এখন থেকে মাসে চারবারের বেশি নগদে লেনদেন করলে, প্রতিবার ন্যূনতম ১৫০ টাকা করে চার্জ দিতে হবে। টাকা জমা দেওয়া এবং অ্যাকাউন্ট থেকে টাকা তোলা মিলিয়ে মাসে প্রথম চারটি নগদ লেনদেন বিনামূল্যে করা যাবে। সেভিংস ও স্যালারি অ্যাকাউন্ট দু'ধরনের অ্যাকাউন্টের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। তবে এই নিয়ম এটিএমের ক্ষেত্রে লাগু হচ্ছে না।


এইচডিএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, হোম ব্রাঞ্চ থেকে ৪ বার পর্যন্ত নগদ লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ বসবে না। কিন্তু এর পরের প্রতিটি নগদ লেনদেনের ওপর ১৫০ টাকা করে চার্জ দিতে হবে। হোম ব্রাঞ্চে সেভিংস বা স্যালারি অ্যাকাউন্টে সংশ্লিষ্ট গ্রাহক এক মাসে ২ লক্ষ টাকা পর্যন্ত জমা দিতে পারেন বা টাকা তুলতে পারেন। এই নির্ধারিত সীমার বেশি লেনদেন হলে প্রতি  হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। এর আগে এই সীমা ছিল ৫০ হাজার। নন-হোম ব্রাঞ্চের ক্ষেত্রে দৈনিক ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনও চার্জ লাগবে না। কিন্তু এর বেশি লেনদেন হলেই প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। যদিও সিনিয়র সিটিজেন ও শিশুদের ক্ষেত্রে এই চার্জ নেওয়া হবে না।

আইসিআইসিআই ব্যাঙ্কে মাসে চারবারের বেশি নগদ লেনদেনের ক্ষেত্রে প্রতি হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে। থার্ড পার্টি লেনদেনের দৈনিক সীমা ৫০ হাজার টাকা। নন-হোম ব্রাঞ্চের ক্ষেত্রে কোনও একটি মাসে প্রথমবার টাকা তোলার ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না। কিন্তু এর পরবর্তী ক্ষেত্রে প্রতি  হাজারে ৫ টাকা বা ন্যুনতম ১৫০ টাকা চার্জ দিতে হবে।

সরকারি ব্যাঙ্কগুলিও এ ধরনের চার্জ বসাচ্ছে কিনা, সে ব্যাপারে কিছু জানা যায়নি। এ ব্যাপারে এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ ধরনের চার্জ বসানোর জন্য সরকারের কাছ থেকে কোনও নির্দেশিকা আসেনি।