মুম্বই: বর্ষশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশে ভাষণে যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, সেগুলির বেশিরভাগই ইউপিএ আমলের। মোদীকে এভাবেই খোঁচা দিয়ে শরিক দল শিবসেনা জানতে চেয়েছে, নোট বাতিলের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে আর কত 'বলিদান' দিতে হবে। দলের মুখপাত্র সামনা-য় সম্পাদকীয় নিবন্ধে বলা হয়েছে, ‘নোট বাতিলের ফলে যে দুর্ভোগ হয়েছে তার ক্ষতে মলমের প্রলেপ প্রধানমন্ত্রী দেবেন বলে মানুষ আশা করেছিলেন। কিন্তু দেশবাসীর উদ্দেশে ভাষণের সময় মোদীকে ততটা আন্তরিক মনে হয়নি। লাইনে দাঁড়িয়ে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। কারণ, মোদী যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, সেগুলির নিহতের পরিবারের কাছে কোনও মূল্যই নেই’।


সামনায় আরও বলা হয়েছে, ‘মোদী যে প্রকল্পগুলি ঘোষণা করেছেন, তার বেশিরভাগই পুরানো ও ইউপিএ আমলের।  উদাহরণ হিসেবে মহিলাদের জন্য (গর্ভাবস্থায়) ৬০০০ টাকা দেওয়ার যে প্রকল্প ঘোষণা করা হয়েছে তা খাদ্য নিরাপত্তা আইনের আওতায় ২০১৩ থেকেই চলছে’।

কৃষকদের জন্য যে প্রকল্পগুলি ঘোষণা করা হয়েছে, সেগুলি ত্রুটিমুক্ত নয় বলেও শিবসেনা মন্তব্য করেছে।

শিবসেনা বলেছে, নোট বাতিলের ফলে যে দুর্ভোগ চলছে, তার অবসান কবে হবে তা মানুষ প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন। কিন্তু সম্ভবত এর উত্তর মোদীর কাছে নেই। নোট বাতিলের পর কত কালো টাকা উদ্ধার হল, এ ব্যাপারেও কোনও নির্দিষ্ট তথ্য প্রধানমন্ত্রীর কাছে নেই।