মুম্বই: অনলাইন লটারিতে ১৫লাখ টাকা ওড়ানোর পরেও আশ মেটেনি। ইচ্ছে ছিল, এবার পৈতৃক বাড়ি বেচে জুয়োর খরচ জোটাবেন। বাবাকে রোখার আর কোনও উপায় না পেয়ে তাঁকে খুন করলেন দুই ছেলে। ষড়যন্ত্রে সামিল ছিলেন পুত্রবধূও।
মহারাষ্ট্রের কল্যাণের একভীরা নগরের বাসিন্দা ওই ব্যক্তির নাম মরিমুথু কোনার, বয়স ৫৭। মরিমুথু এক বেসরকারি সংস্থায় গাড়িচালকের কাজ করতেন, দুই ছেলে কার্তিক ও ভেঙ্কটেশ তরিতরকারি বেচতেন বাজারে। তাঁরা পুলিশকে জানিয়েছেন, গত ২ বছরে পরিবারের সঞ্চয় ১৫লাখ টাকা অনলাইন লটারিতে খরচ করেন মরিমুথু। ঠিক করেছিলেন, এবার বিক্রি করে দেবেন ৪০০ বর্গফুটের বাড়িটি। এ নিয়ে রোজ ঝগড়া হত তাঁদের মধ্যে। ভেঙ্কটেশের এখনও বিয়ে না হওয়ায় তিনি বাবাকে সাধাসাধি করতেন, এমন কাজ না করতে কারণ বাড়ি না থাকলে তাঁর বিয়ের পাত্রী জোটানো কঠিন হবে।
অভিযোগ, বুধবার রাতে মরিমুথু পুত্রবধূ রাজশ্রীর সঙ্গে ঝগড়াঝাঁটি করে তাঁর গায়ে হাত তোলেন। তখন দুই ভাই বাড়ি ছিলেন না। বৃহস্পতিবার এ ব্যাপারে জানতে পেরে প্রচণ্ড চটে কার্তিক ও ভেঙ্কটেশ বাবাকে মারতে শুরু করেন, হাত লাগান রাজশ্রীও। তাঁকে তাঁরা ছুরি মেরে খুন করেন বলে অভিযোগ।
খবর পেয়ে পুলিশ এলে তাঁরা দাবি করেন, সিঁড়ি থেকে চোট পেয়ে মরিমুথুর চোট লেগেছে। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মৃতের গায়ে ছুরির ক্ষত দেখে আটক করা হয় ভেঙ্কটেশ ও রাজশ্রীকে। পুলিশের দাবি, তাঁরা অপরাধ স্বীকার করেছেন। পরে কার্তিককেও গ্রেফতার করা হয়।
অনলাইন জুয়ো খেলে ১৫লাখ টাকা উড়িয়ে দেওয়ায় ছেলে-বৌমার হাতে খুন মহারাষ্ট্রের বাসিন্দা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2017 02:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -