মুম্বই: অপরাধ দমনের ক্ষেত্রে মুম্বই পুলিশের খ্যাতি আছে। সাধারণ মানুষ অভিযোগ জানালে দ্রুত ব্যবস্থাও নেওয়া হয়। তবে অভিযোগ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বাইরে মুম্বই পুলিশের সম্পূর্ণ অন্য ভূমিকা দেখা গেল। জন্মদিনে এফআইআর করতে যাওয়া এক যুবককে কেক খাওয়ালেন সাকিনাকা থানার অফিসাররা। ট্যুইটারে সেই ছবিও দেওয়া হয়েছে।


অনীশ নামে এক ব্যক্তি গতকাল থানায় গিয়েছিলেন এফআইআর করতে। তাঁর ব্যক্তিগত তথ্য লিপিবদ্ধ করতে গিয়ে পুলিশকর্মীরা জানতে পারেন, তিনি জন্মদিনেই থানায় এসেছেন। এরপরেই কেকের ব্যবস্থা করা হয়। এফআইআর দায়ের করার পর অনীশকে কেক খাইয়ে জন্মদিন পালন করেন পুলিশকর্মীরা।

সাধারণ মানুষের জীবনে থানায় জন্মদিন পালন করার ঘটনা দেখা যায় না। সেই বিরল অভিজ্ঞতাই হল অনীশের। পুলিশকর্মীদের সঙ্গে জন্মদিন পালন করতে পেরে তিনি খুশি। ট্যুইটারে বহু মানুষ পুলিশের এই মানবিক আচরণকে সাধুবাদ জানিয়েছেন।