ভোপাল: বিক্ষোভরত ডাক্তারি ছাত্রছাত্রীদের পাশ কাটানোর চেষ্টা করছিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগতপ্রকাশ নাড্ডার গাড়ি। আর তখনই গাড়ির ধাক্কায় ২ ছাত্রী জখম হলেন। শনিবার ভোপালের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ঘটেছে এই ঘটনা।

এদিন সকালে স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এইমসে আসেন। দুটি নতুন ওয়ার্ড, ফার্মাসি, হাই-ডিপেনডেন্সি ইউনিট, ব্লাড ব্যাঙ্ক স্টোরেজ ও মেটারনিটি ওয়ার্ডের উদ্বোধন করেন তিনি। হাসপাতালে সিটি স্ক্যান ও এমআরআই পরিষেবাও চালু করেন। কিন্তু গোল বাধে বার হওয়ার সময়। উন্নততর সুযোগসুবিধের দাবিতে তাঁর গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন এইমসের ৫০-এরও বেশি ছাত্রছাত্রী। মন্ত্রীর গায়ে কালি ছুঁড়ে মারা হয়। অভিযোগ, পাশ কাটাতে গিয়ে নাড্ডার গাড়ি ২ ছাত্রীর পায়ের পাতার ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যান ১ ছাত্রী। দু’জনকেই চিকিৎসার জন্য এইমসে ভর্তি করা হয়েছে। জানা গেছে, তাঁদের নাম জিয়া পাণ্ডে ও অঞ্জলি কৃষ্ণ, দু’জনেই এমবিবিএস তৃতীয় বর্ষের ছাত্রী।

স্বাস্থ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল নাড্ডার প্রথম ভোপাল এইমস সফর। ছাত্রছাত্রীরা অভিযোগ করেছেন, এইমস তৈরির পর এ নিয়ে চতুর্থবার কোনও মন্ত্রী এখানে এলেন। ঠিকমত নজরদারির অভাবে তাঁদের লেখাপড়ার নূন্যতম সুযোগসুবিধেটুকুও দেওয়া হয় না। অথচ এ নিয়ে প্রতিবাদ করতে গেলে থামিয়ে দেওয়া হয়। স্বশাসিত সংস্থাটি মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার আওতায় না পড়ায় এতরকম সমস্যা বলে তাঁদের দাবি।