নয়াদিল্লি: সিগারেট সহ সব ধরনের তামাকজাত দ্রব্য সেবনের অনুমোদিত বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর করার পরিকল্পনা করছে স্বাস্থ্যমন্ত্রক। আইন বিষয়ক একটি কমিটি এমনই সুপারিশ করেছে। তামাক সেবনের অনুমোদিত বয়স বাড়ানোর পাশাপাশি এই নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানার পরিমাণও বাড়ানোর প্রস্তাব দিয়েছে ওই কমিটি। সিগারেট সহ সবরকম তামাকজাত দ্রব্যের বেআইনি বিক্রি রোখার জন্য নজরদারি বাড়ানোরও সুপারিশ করা হয়েছে।


এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ‘দ্য গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভের রিপোর্ট অনুযায়ী, বেশিরভাগ তরুণই স্কুলের শেষদিকে বা কলেজে গিয়ে ধূমপান শুরু করে। বন্ধুদের দেখে বা ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে গণ্য করেই বেশিরভাগ তরুণ নেশায় আসক্ত হয়। তামাক সেবনের অনুমোদিত বয়স বাড়িয়ে ২১ বছর করা হলে তরুণদের নেশায় আসক্ত হওয়ার প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। এর ফলে বাবা-মাও ২১ বছরের কমবয়সি সন্তানদের তামাকজাত দ্রব্য আনতে দোকানে পাঠাতে পারবেন না।’